ঝিলম করঞ্জাই, আশাবুল হোসেন ও সুনীত হালদার, কলকাতা: লোকসভা ভোটকে নজরে রেখে জনসংযোগে জোর। পুজোয় নতুন কর্মসূচি নিল তৃণমূল। নাম 'অভিষেকের দূত'। পুজোর সময় বিভিন্ন অভাব-অভিযোগে মানুষের পাশে দাঁড়াবেন 'অভিষেকের দূত'রা। আর এই নামকরণ নিয়েই এবার তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
'অভিষেকের দূত' কর্মসূচি নিয়ে কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?
পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন।পঞ্চায়েত ভোটের আগে, রাজ্যজুড়ে চালু হয়েছিল ‘দিদির দূত’ কর্মসূচি। সাফল্য এনে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নব জোয়ার যাত্রা'। গ্রাম বাংলার ভোটে বিপুল জয় পায় তৃণমূল। আর এবার, লোকসভা ভোটের আগে শেষ দুর্গা পুজোয়, জনসংযোগে জোর দিল তৃণমূল। তাদের নতুন কর্মসূচি 'অভিষেকের দূত'। যুব তৃণমূল কর্মীদের নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ টিম।
'ওই নামটা ভাইপোর নাম দিলে ভাল হত..'
পুজোর সময় বিভিন্ন অভাব-অভিযোগে মানুষের পাশে দাঁড়াবেন 'অভিষেকের দূত'রা। মহালয়ার দিন, হাওড়া থেকে শুরু হল কর্মসূচি। এর জন্য, বিধানসভা ভিত্তিক হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। আগামী দিনে জেলায় জেলায় 'অভিষেকের দূত' কর্মসূচি চালু হবে। শুভেন্দু অধিকারী বলেছেন, 'ওই নামটা ভাইপোর নাম দিলে ভাল হত, ভাইপোর দূত। ওকে ওই নামে কেউ চেনে না। ভাইপো নামেই চেনে। তার আগে কেউ আদর করে কয়লা বলে, কেউ তোলা বলে।'
কতটা সফল 'দিদির দূত' ?
প্রসঙ্গত, পিছনে ফিরে তাঁকালে 'দিদির দূত'দের অসন্তোষের মুখে পড়ার ঘটনা বহু জায়গা থেকেই সামনে এসেছে। চলতি বছরের মার্চ মাসে সেরকমই অসন্তোষের মুখে কার্যত পায়ে ধরতে হয়েছিল দিদির দূত তৃণমূল নেতাকে। ঘটনাটি ঘটেছিল হুগলির গোঘাটে । দিদির দূত কর্মসূচিতে গোঘাটের তারাহাট গ্রামে গিয়েছিলেন তৃণমূল পরিচালিত হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান। তৃণমূল দলের সামনে পেয়ে, রাস্তাঘাট-সহ এলাকার সামগ্রিক অনুনন্নয়ন নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন, 'দলীয় কর্মীদের হেনস্থা..', খেজুরি থানায় ঢুকে পুলিশকে হুমকি শুভেন্দুর
নিয়োগ দুর্নীতি মামলা আর লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds) নিয়ে ইতিমধ্য়েই তোলপাড় রাজ্য রাজনীতি। অভিষেকের পিএ-কেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পিএ-কে (Personal Assistance) তলব করল ইডির। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পিএ সুমিত রায়কে (Sumit Roy) জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সূত্রের খবর। ইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। বুধবারই অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়তে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি (Enforcement Directorate)।