কলকাতা: মণিপুর ইস্যুতে উত্তাল সারা দেশ। এদিকে এমনই এক আবহে রাজ্যের হিংসাকাণ্ডে সরব বিজেপির শীর্ষ নের্তৃত্বরা। নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিজেপির বিক্ষোভ সামিল হবেন শুভেন্দুও। এহেন পরিস্থিতিতে দিল্লিতে শাহর সঙ্গে বৈঠক। তবে এমন এখ আবহে বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য়ে কী নিয়ে 'শুভনন্দন' জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ? 


অভিষেককে 'শুভনন্দন' শুভেন্দুর


সুপ্রিম নির্দেশের জন্য অভিষেকের সফরে সীমাবদ্ধতা থাকার ইস্যুতে এদিন শুভেন্দু বলেন,  'এর আগে ওনার শ্যালিকা, অপর আরেক অভিযুক্তা ২২ সেপ্টেম্বর ২০২২ দেশের বাইরে পালিয়েছেন। আসার কোনও নামগন্ধ নেই। উনিও সপরিবারে পালাতে চাইছেন। আমার পক্ষ থেকে শুভনন্দন থাকল।' তবে এই 'শুভনন্দনটা' কী ? কোথা থেকে এল এই শব্দ ? মূলত বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে, পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'শুভনন্দন।' অর্থাৎ শুভ থাকুন, ভাল থাকুন। অভিনন্দন।  এদিকে রাজ্য-রাজনীতির এই উত্তাল পরিস্থিতির মাঝে কয়লা পাচার মামলাকাণ্ডে কম জেরবার হননি বন্দ্যোপাধ্যায় পরিবার। নাম জড়িয়েছে অভিষেকের। সেই তালিকায় বাদ যাননি অভিষেকের স্ত্রী রুজিরা এবং শ্যালিকা মেনকাও।  আর এবার এমনই এক আবহে সেই শুভনন্দন এবার ব্যুমেরাং হয়ে ফিরল শুভেন্দুর মুখে।



নারী নির্যাতনের ইস্যুতে প্রতিবাদ


শুভেন্দু বলেছেন, 'প্রতিদিনই পশ্চিমবাংলার মাতৃশক্তি, কিশোরী, বালিকারা অরক্ষিত এবং অত্যাচারিত। রাজ্য বিধানসভায় মহিলা সদস্য সদস্যারা, ব্যাপক প্রতিবাদ করেছেন নারী নির্যাতন নিয়ে। পশ্চিমবঙ্গ মহিলা মোর্চা মাননীয় ফাল্গুনী পাত্রের নের্তৃত্বে নেতাজি মূর্তি শ্যামবাজার ৫ মাথার মোড়ে ৪৮ ঘণ্টা ব্যাপী অবস্থানও শুরু করেছে। ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নিয়ে, অত্যন্ত উদ্বিগ্ন -চিন্তিত। এবং নারীদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা বিধানসভার ভিতরে ও বাইরে সর্বত্র লড়াই করছি।' 


'সিবিআই-র অধিকাংশ প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন মানিক', কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?


মানিক ভট্টাচার্য সিবিআই-র অধিকাংশ প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। এই প্রসঙ্গ উঠতেই শুভেন্দু বলেন, 'পলিগ্রাফ টেস্ট করা উচিত।' পাশাপাশি নিয়োগ দুর্নীতির ইস্যুতে তিনি আরও বলেন, '৭০ টি পৌরসভায় এবার চাকরি চুরি হয়েছে। বরানগর, কামারহাটি থেকে শুরু করে মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতে এই চক্র সবথেকে বেশি কার্যকর ছিল। এবং এই পৌরসভার পুরপ্রধান এবং নিয়োগের সঙ্গে যুক্ত লোকেদের অবিলম্বে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত।'