দক্ষিণ ২৪ পরগনা: 'তৃণমূলের সঙ্গে সেটিং সিপিএম-কংগ্রেসের', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)। 'সেটিংয়ের জন্যই ২০১১-য় বিরোধী দল থাকাকালীন লড়েনি সিপিএম। ২০১৬ সালেও সেটিংয়ের কারণেই লড়াই করেনি কংগ্রেসও (Congress)। চুরির বিরুদ্ধে হাইকোর্ট (Calcutta High Court) রায় দিচ্ছে, আর কংগ্রেস নেতা সিঙ্ঘভি বাঁচাচ্ছে। সেই কংগ্রেসের সঙ্গে সিপিএম জোট করেছে।


শুভেন্দু আরও বলেন, ' ২০২১-এ মানুষ মোদিজি-র হাতে রাজ্য তুলে দিতে প্রস্তুত ছিল। সিপিএম নিজের ভোট না চেয়ে বলেছিল নো ভোট টু বিজেপি। সিপিএমের জন্য বিজেপি ৬০টি আসনে হেরেছিল। আবার পথে নেমেছে সিপিএম বিরোধী ভোট ভাগ করার জন্য', সোনারপুরের সভা থেকে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর।


যদিও 'সেটিং' নিয়ে নানা মুনি নানা মত রয়েছে। কারণ নানা সময়ে রাজ্যের শাসক ও বিরোধী দলের শীর্ষনের্তৃত্বের মুখে এই সেটিং তত্ব উঠে এসেছে। এবং প্রত্যেক শীর্ষনেতাই একে অপরকে এনিয়ে ইতিমধ্যেই তোপ দেগেছিলেন।  যদিও বিষয় আলাদা আলাদা। 'তলায় তলায় সেটিং' বিজেপি-কংগ্রেস আঁতাতের অভিযোগ তুলে এর আগে অধীরকেও আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয় তখন ছিল সাগরদিঘির উপনির্বাচন।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'অধীর চৌধুরী দিদির পুলিশ চায় না অমিত শাহের পুলিশ চায়। তলায় তলায় সেটিংটা আপনাদের বোঝা দরকার।'


শুরুটা হয়েছিল, সাগরদিঘির উপনির্বাচনের আগে। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে মীরজাফর এবং গদ্দারের মতো শব্দবন্ধে আক্রমণ করেন অভিষেক। এই একই সুরে এদিনও মালদায় দাড়িয়ে অধীর চৌধুরীকে (Adhir Choudhury) আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক বলেছেন, 'নরেন্দ্র মোদির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে অমিত শাহ বলছে আমরা বাংলায় NRC করব, সেই অমিত শাহর অধীনে যে CRPF, যে অমিত শাহকে সুরক্ষা দিচ্ছে, সেই একই CRPF গিয়ে অধীর চৌধুরীকে সুরক্ষা দিচ্ছে, অধীর চৌধুরী দিদির পুলিশ চায় না, অধীর চৌধুরী অমিত শাহর পুলিশ চায়। তলায় তলায় সেটিংটা আপনাদের জানা দরকার। যদি আপনি দেখাতে পারেন, গত ১০ বছরে অধীর চৌধুরী ১০০ দিনের কাজের জন্য একটা বৈঠক দিল্লির বুকে করেছে।'


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


তিনি আরও বলেন, '২০১৯ সালে খগেন মূর্মূ ও আবু হাসেম খান জিতেছিল মালদা। একদিকে বিজেপি, আর একদিকে কংগ্রেস। এরা বাংলার জন্য কোনও কেন্দ্রীয় মন্ত্রীর প্রকল্প আনেনি।' পাল্টা অধীর চৌধুরীর আক্রমণ, 'খোকাবাবুকে বলব, জেনে বুঝে কথা বল ভাই। একবার মুখ্যমন্ত্রীকে বলুন অল পার্টি মিটিং ডাকতে।'