সৌভিক মজুমদার, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে শুভেন্দুর সভায় হাইকোর্টের অনুমতি (Suvendu Rally Permission Vot)। তবে শুভেন্দু সভায় পুলিশের অনুমতি নিয়ে এই প্রথমবার ইস্যু তৈরি হয়নি। এর আগেও একাধিকবার রাজ্যের বিরোধী দলনেতার সভা নিয়ে বাধা এসেছে। তবে এবার পিংবনিতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সভায় অনুমতি। পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ শুভেন্দু (Suvendu Adhikari)। আগামীকাল পিংবনিতে শুভেন্দুর সভা, এদিকে একই জায়গায় সভা তৃণমূলের (TMC)। এমনকি একই দিনে শাসক ও বিরোধী সভার বিষয়টিও নতুন নয়। তবে এবারেও এল সমাধান।


TMC-র সভার দিনেই শুভেন্দুর সভায় অনুমতি হাইকোর্টের


তৃণমূল-বিজেপির জোড়া সভার সময় বেঁধে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, 'সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সভা করবে বিজেপি। দুপুর ২.৩০টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত সভা করবে তৃণমূল। সভা করতে হবে শান্তিপূর্ণভাবে, থাকতে হবে পুলিশি নিরাপত্তা'। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর সভার অনুমতি নিয়ে এর আগেও একাধিকবার টানাপোড়েন তৈরি হয়েছে অতীতে।


নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর সভাতেও 'না' ছিল পুলিশের


১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর সভায় পুলিশের অনুমতি না মেলার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি (BJP)। গত ২ এপ্রিল, মাঠ ব্যবহারের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের ছাড়পত্র নেই বলে দাবি করে চন্দ্রকোণার ঝাকরায় শুভেন্দু অধিকারীর কৃষক সমাবেশের অনুমতি বাতিল করেছিল পুলিশ । আবার ৭ মে, পুলিশের তরফে ত্রুটিপূর্ণ আবেদনের কথা জানিয়ে পটাশপুরে শুভেন্দু অধিকারীর  সভা ও মিছিলের অনুমতি বাতিল করা হয়েছিল । 


আরও পড়ুন, 'লজ্জা থাকলে ক্ষমা চাইবেন..', সৌরনীলকে শ্রদ্ধা জানিয়ে কাকে নিশানা শুভেন্দুর ? 


মালদায় ২৭ মে শুভেন্দুর সভা করা নিয়েও বিতর্ক পিছু ছাড়েনি


এখানেই শেষ নয়, উদাহরণ আরও রয়েছে। মালদায় ২৭ মে শুভেন্দুর সভা করা নিয়েও বিতর্ক পিছু ছাড়েনি। সেবারও শুভেন্দুর সভায় অনুমতি দেয়নি পুলিশ। যুক্তি ছিল কেন আগে অনুমতি চাওয়া হয়নি। এবং সেবারও আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর জুলাই মাসেও নয়া বিতর্ক। মূলত ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সভার দিনেই উলুবেড়িয়ায় বিজেপির সভা ছিল।  মূল বক্তা ছিলেন সেখানে শুভেন্দু অধিকারী। সেবারও কর্মসূচির অনুমতি নিয়ে বেধেছিল বিতর্ক। বিজেপির কর্মসূচিকে কটাক্ষ করেছিল তৃণমূল। যদিও শর্তসাপেক্ষে উলুবেড়িয়ায় শুভেন্দুর সভার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট ।