কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) দিল্লিতে গিয়ে যশবন্ত সিনহাকে ভোট দিতে চান শুভেন্দুর (Suvendu Adhikari) ভাই দিব্যেন্দু অধিকারী। জল্পনা বাড়িয়ে দাবি তমলুকের সাংসদের। ভোট দিতে চাইলে বিধানসভায় আসুন, কাঁথিতে তৃণমূলের সভায় আসুন, পাল্টা কুণাল।


যশবন্ত সিনহাকে ভোট দিতে চান দিব্যেন্দু অধিকারী: সোমবার রাষ্ট্রপতি নির্বাচন। NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হা। রাষ্ট্রপতি ভোটে লড়ার জন্য, যিনি তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষরা যখন জল্পনা বাড়িয়ে দাবি করছেন, তৃণমূলের অনেকেও এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ভোট দেবেন, ঠিক তখনই শুভেন্দু অধিকারীর ভাই ও তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হাকেই ভোট দেবেন বলে ঘোষণা করলেন।


তৃণমূল দলের সমস্ত বিধায়ক ও সাংসদদের বিধানসভায় ভোট দেওয়ার নির্দেশ দিয়েছে। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অবশ্য ভোট দেবেন দিল্লি গিয়ে। তমলুকের তৃণমূল সাংসদের কথায় “দল আমাকে কোনওভাবে বলেনি যে আমাকে কলকাতায় ভোট দিতে হবে। আর যদি কলকাতায় ভোট দিতেই হয় ভারতের নির্বাচন কমিশনারকে জানাতে হয় ১০ দিন আগে যে আমি কলকাতায় ভোট দেব। দল সেই মর্মে আমাকে কিছু জানায়নি।’’ তাঁকে প্রশ্ন করা হয় দল মানে তৃণমূল? দিব্যেন্দু অধিকারী জানান, “অবশ্যই। আর দ্বিতীয়কথা আমার বাবার বয়স ৮৩। তাঁকে এখনও ডাক্তার যাওয়ার জন্য অনুমতি। উনি যদি যান, তাহলে আমাকে সঙ্গে যেতে হবে।’’


দিব্যেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রেক্ষাপটে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ট্যুইটারে লেখেন, “শুনলাম, তৃণমূল থেকে থেকে নির্বাচিত কোনও MP বলেছেন, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিন্হাকেই ভোট দেবেন। কিন্তু দিল্লি গিয়ে গোপন ব্যালটে দেবেন। তিনি বরং ১৭ তারিখ কাঁথিতে, ২১ জুলাইয়ের কর্মসূচির সমর্থনে দলের সভায় আসুন এবং পরদিন দলের সিদ্ধান্ত মেনে কলকাতায় ভোট দিন। না হলে বুঝব মিথ্যা।’’


২০১৯-এর ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন অধিকারী বাড়ির মেজ ছেলে শুভেন্দু অধিকারী। কয়েকদিন পরে তাঁর ছোট ভাই ও কাঁথির প্রাক্তন পুরপ্রধান সৌম্যেন্দু অধিকারীও আনুষ্ঠানিকভাবে গেরুয়া ব্রিগেডে নাম লেখান। পূর্ব মেদিনীপুরের এগরায় অমিত শাহর সভামঞ্চে দেখা যায় কাঁথির সাংসদ শিশির অধিকারীকে। কিন্তু তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে এখনও বিজেপির কোন কর্মসূচিতে যেমন দেখা যায়নি, তেমনই সাম্প্রতিককালে তৃণমূলেরও কর্মসূচিতে থাকেননি তিনি। এরই মধ্যে কাঁথিতে বাতিস্তম্ভ লাগানোয় দুর্নীতির অভিযোগে শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।কাঁথিতে শ্মশান কেলেঙ্কারির অভিযোগেও অধিকারী পরিবারের একাংশের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে। দলত্যাগ বিরোধী আইনে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষের কাছে দরবার করেছে তৃণমূল। আর এই প্রেক্ষাপটেই দিব্যেন্দু অধিকারীর ইঙ্গিতপূর্ণ ঘোষণা, তিনি ভোট দেবেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হাকেই, তবে দিল্লিতে।


আরও পড়ুন: Kolkata News: কলকাতা রেলস্টেশনের কাছে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার এক