সিঙ্গাপুর: দিনের শুরুতেই পিছিয়ে থেকে সিঙ্গাপুর ওপেনের (Singapore Open Super 500) সেমিফাইনালে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন পিভি সিন্ধু। এরপর প্রায় একই সময় তিনটি ভিন্ন ম্যাচে এইচ এস প্রণয়, সাইনা নেহওয়াল (Saina Nehwal) এবং এম আর অর্জুন ও ধ্রুব কাপিলার ডাবলস জুটি কোর্টে নেমেছিল সেমিফাইনালের টিকিট বুক করতে। তবে প্রণয় এবং কাপিলা-অর্জুন জুটি তা করতে পারেননি। আশা ছিল সাইনার কাছ থেকে। তবে তিনিও ব্যর্থ হলেন।


প্রথম দুই গেমে দুই উল্টো ছবি


জাপানের আয়া ওহরির (Aya Ohori) বিরুদ্ধে প্রথম গেমে একেবারেই ছন্দে দেখায়নি সাইনাকে। বাঁ-হাতি শাটলার সহজেই ১৩-২১ ব্যবধানে প্রথম গেম নিজের নামে করেন। দ্বিতীয় গেমে আবার ছবিটা একেবারেই উল্টে যায়। শুরুতেই ৬-১ লিড নিয়ে নেন সাইনা। এই বিশাল লিডটাই শেষ পর্যন্ত সাইনার কাজে লাগে। ওহরি গেমে দুই-একবার ফেরার প্রচেষ্টা করেন। পর পর পয়েন্টও জেতেন বটে, তবে ২১-১৫ তে সাইনা দ্বিতীয় গেম জিতে নিয়ে ম্যাচে সমতায় ফেরেন।


দ্বিতীয় গেম জয়ের আত্মবিশ্বাস নিয়েই তৃতীয় গেমটা শুরু করেন সাইনা। প্রথম থেকেই এই গেমে নিজের দাপট দেখাচ্ছিলেন ভারতীয় শাটলার। ওহরির থেকে এক সময় পাঁচ পয়েন্টের লিড নিয়ে ১৪-৯ এগিয়েও যান সাইনা। ওহরি ম্যাচে ফিরে আসেন। তবে সাইনা নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে লিড অব্যাহত রাখেন। এরপর ২০-১৮ তে এগিয়ে থাকা সাইনা ম্যাচ পয়েন্টও পেয়ে যান। মনে হচ্ছিল সিন্ধুর মতো তিনিও প্রথম গেমের পরাজয় ভুলে এক দুরন্ত কামব্যাকে সেমিফাইনালে নিজের জায়গা পাকা করবেন।


ম্যাচ পয়েন্ট হাতছাড়া


কামব্যাক হল বটে, তবে সাইনার নয়, ওহরির। অনবদ্যভাবে চাপের মুখে একের পর এক তিন পয়েন্ট জিতে সাইনাকে একেবারে স্তম্ভিত করে দেন তিনি। শেষমেশ সাইনা নিজের রিটার্ন নেটে মারলে ২০-২২ ব্যবধানে তৃতীয় গেম ও ম্যাচ জিতে নেন ওহরি। জয়ের স্বপ্ন দেখিয়েও হতাশাই হাতে লাগল সাইনার। ভারতীয় ব্যাডমিন্টন প্রেমীরাও নিশ্চয়ই হতাশ হবেন। সিন্ধু জিতলেও, পরপর তিন ম্যাচে লড়াই করেও ভারতীয় শাটলাররা পরাজিত হলেন। 


আরও পড়ুন: দুরন্ত লড়াইয়ে আবারও বাজিমাত পিভি সিন্ধুর, পৌঁছলেন সেমিফাইনালে