কলকাতা: ২ বছর পর দিল্লিতে (Delhi) প্রজাতন্ত্র দিবসের রাজপথে ফিরছে বাংলার ট্যাবলো। এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার থিম 'নারী শক্তি'। এবছরই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গা পুজো। ট্যাবলোয় থাকবে দুর্গা প্রতিমা, শোনা যাবে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্যি।
রাজপথে ফিরছে বাংলার ট্যাবলো: গতবছর সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীকে থিম করে ট্যাবলো পাঠানোর সিদ্ধান্ত নেয় নবান্ন। প্রতিরক্ষামন্ত্রকের বিশেষজ্ঞ অনুমতি দেয়নি। ২০২০-তে কন্যাশ্রী ও জল ধরো, জল ভরো প্রকল্পকে থিম করে ছাড়পত্র মেলেনি কেন্দ্রের। এবছর বাংলা সহ ১৭টি রাজ্য ও কেন্দ্রের ৬টি মন্ত্রকের ট্যাবলো স্থান পাচ্ছে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে। গত ২ বছর বাংলাকে বঞ্চিত করে রেখেছিল কেন্দ্রীয় সরকার, অভিযোগ মন্ত্রী ফিরহাদ হাকিমের।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোন ট্যাবলো থাকবে, তা ঠিক করে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা বাছাই কমিটি। গত বছর এই ট্যাবলো নিয়ে বিতর্কে চরমে পৌঁছয়।ট্যাবলো ইস্যুতে নেতাজি-কন্যা অনিতা পাফ সরব হন। তার জেরে অস্বস্তির মুখে অবশেষে প্রতিক্রিয়া দেন মোদি সরকারের দুই মন্ত্রী। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রস্তাবিত নেতাজি ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বিষয়ক ট্যাবলো বাদ দেওয়ার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দেন মুখ্যমন্ত্রী।
বাংলার-ট্যাবলো বাতিল নিয়ে চাপানউতোরের মধ্যে এবার বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। চিঠিতে তিনি জানিয়েছেন, ‘নেতাজিকে সম্মান জানিয়ে প্রজাতন্ত্র দিবসের উৎসব আমরা ২৩ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত পালন করব। কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বাংলার সব স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানায়। প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোর নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। প্রজাতন্ত্র ট্যাবলো নির্বাচন কমিটিতে সংস্কৃতি, সঙ্গীত এবং নৃত্য বিভাগের বিশিষ্টরা রয়েছেন। তাঁদের নির্বাচন অনুযায়ী ২০১৬, ২০১৭, ২০১৯ ও ২০২১-এ বাংলার ট্যাবলো অংশ নেয় প্রজাতন্ত্র দিবসে। আপনাকে জানাতে চাই, এবার ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১২টি ট্যাবলোকে অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি এই তথ্যে আপনার আশঙ্কা দূর হবে।’
আরও পড়ুন: Bhangar Clash: ধর্মতলায় খণ্ডযুদ্ধ, ধৃত নৌশাদ সিদ্দিকি সহ ১৯ জনকে হেফাজতে চাইল পুলিশ