Honda Activa Smart: হন্ডা (Honda) সংস্থা ভারতে তাদের নতুন টু-হুইলার (Two Wheeler) লঞ্চ করতে চলেছে। ২৩ জানুয়ারি দেশে লঞ্চ হতে চলেছে হন্ডা অ্যাক্টিভা স্কুটার রেঞ্জের টপ-এন্ড ভ্যারিয়েন্ট। শোনা যাচ্ছে, এই নতুন স্কুটারের নাম হতে চলেছে হন্ডা অ্যাক্টিভা স্মার্ট। লঞ্চের দিন থেকেই ভারতে নতুন হন্ডা অ্যাক্টিভা স্মার্ট হাইব্রিডের বিক্রি শুরু হবে বলে আন্দাজ করা হচ্ছে। হন্ডা অ্যাক্টিভার নতুন ভ্যারিয়েন্টে থাকতে পারে ১০৯.৫১ সিসি'র ইঞ্জিন। স্ট্যান্ডার্ড মডেলেও রয়েছে একই ইঞ্জিন। এই মোটরের সাহায্যে ৭.৮ বিএইচপি পাওয়ার বা শক্তি উৎপন্ন হয়। হন্ডা অ্যাক্টিভা স্মার্টের ওজন হতে পারে প্রায় ২৭৯ কিলোগ্রাম। অ্যাক্টিভার Std এবং DLX- এর তুলনায় নতুন স্কুটার ওজনে প্রায় ১ কিলোগ্রাম হাল্কা। হন্ডার আসন্ন স্কুটার ১৮৩৩ মিলিমিটার লম্বা, ৬৯৭ মিলিমিটার চওড়া এবং ১১৫৬ মিলিমিটার উঁচু। এছাড়াও রয়েছে ১২৬০ মিলিমিটারের হুইলবেস। 


নতুন হন্ডা অ্যাক্টিভা স্মার্ট স্কুটারে থাকবে H-Smart anti-theft সিস্টেম। এই ফিচার অনেকটা Honda Ignition Security System (HISS)- এর সমান। এই আধুনিক প্রযুক্তিগত ফিচার থাকার কারণে স্কুটারের দাম একধাক্কায় ৩০০০ টাকা বেড়েছে। স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় এই নতুন স্কুটারের দাম বেড়েছে। অন্যদিকে শোনা যাচ্ছে, জাপানি অটোমোবাইল সংস্থা হন্ডা নতুন একটি ১০০ সিসি'র বাইক তৈরি করছে, যার দাম থাকবে সাধ্যের মধ্যে। এই বাইকে থাকবে নজরকাড়া ফুয়েল এফিশিয়েন্সি। অর্থাৎ কম জ্বালানিতে বেশি সফর করা যাবে। চলতি বছর শুরুর দিকেই এই বাইকের বিক্রি ভারতে শুরু হবে বলে মনে করা হচ্ছে। 


বর্তমানে হন্ডা সংস্থার দুটো বাইক রয়েছে ভারতের বাজারে। সেগুলি হল 110cc Honda CD110 Dream DLX এবং Honda Livo। এই দুই ভ্যারিয়েন্টের বাইকেই রয়েছে ১০৯.৫১ সিসি'র সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। এর সাহায্যে ৮.৭ বিএইচপি এবং ৯.৩ এনএম শক্তি উৎপন্ন হয়। Honda XRE 300 Adventure বাইকও দ্রুত ভারতে লঞ্চ হতে পারে। নির্দিষ্ট দিন এখনও জানা যায়নি। বেশ কয়েকটি আন্তর্জাতিক বাজারে এই বাইকটি এখন উপলব্ধ রয়েছে। 


Hop Leo Electric Scooter: নতুন ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) লঞ্চ হয়েছে ভারতে। হাই-স্পিডের (High Speed) এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে Hop Electric সংস্থা। এবার লঞ্চ হয়েছে Hop Leo মডেল। এই ইলেকট্রিক স্কুটারের দাম ৯৭ হাজার টাকা (এক্স শোরুম)। Hop Electric সংস্থা এই লিও মডেলের ইলেকট্রিক স্কুটার ছাড়াও বিক্রি করে Lyf ইলেকট্রিক স্কুটার এবং Oxo ইলেকট্রিক মোটরসাইকেল বা বাইক।


আরও পড়ুন- ভারতে হাজির নতুন ই-স্কুটার, একবার চার্জে চলবে ১২০ কিলোমিটার, দাম কত?


Car loan Information:

Calculate Car Loan EMI