সুজিত মণ্ডল, নদিয়া: আজ কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের (Legendary Kishore Kumar) ৯৪তম জন্মবার্ষিকী (Birth Anniversary)। এই বিশেষ দিনে অনুরাগীদের উচ্ছ্বাস নজরে পড়ল নদিয়ার (Nadia) তাহেরপুরে (Taherpur)। কাটা হল কেক, নিবেদন করা হল পুষ্পার্ঘ। গান গেয়ে পালিত হল বিশেষ দিন। উদ্যোগে, 'তাহেরপুর কিশোর কুমার ফ্যান ক্লাব'।
নদিয়ায় কিশোর কুমারের জন্মদিবস পালন
কেক কেটে, পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে নদিয়ায় তাহেরপুরে উদযাপিত হল কিশোর কুমারের ৯৪তম জন্মদিবস। শুক্রবার সকালে 'তাহেরপুর কিশোর কুমার ফ্যান ক্লাব'-এর সদস্যরা তাহেরপুর স্টেশন সংলগ্ন রাজ্য সড়কের পাশে একটি ঘরে কিংবদন্তি সঙ্গীতশিল্পীর জন্মবার্ষিকী পালন করেন মহা আড়ম্বরে।
সকাল থেকেই ছিল চরম ব্যস্ততা। ফুল, বেলুন, রঙিন কাগজ দিয়ে সাজিয়ে তোলা হয় অনুষ্ঠানস্থল। শিল্পীর প্রতিকৃতিকে মালা দিয়ে সাজিয়ে তোলা হয়। বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা কিশোর কুমার ফ্যান ক্লাবের প্রায় জনা ৩০ সদস্য, নিজেদের দৈনন্দিন কাজ বন্ধ রেখেই বিভিন্ন গানের মধ্য দিয়ে দিনটি পালন করেন। কেকের ওপর ৯৪ লেখা মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে শুরু হয় এদিনের অনুষ্ঠান পর্ব। পথচারীদের জন্য করা হয়েছিল মিষ্টিমুখের আয়োজন। আয়োজকরা জানান, এই প্রথমবার শিল্পীর জন্মদিন পালনে সবাই মিলে অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়াও দিনভর কিশোর কুমারের কণ্ঠে গাওয়া বিভিন্ন গান পরিবেশন করেন আয়োজকরা।
আয়োজকদের তরফে দেবেশ দে বলেন, 'এবছরই আমরা প্রথম জাঁকজমকের সঙ্গে অমর শিল্পীর জন্মদিন পালন করছি। তবে আগামী বছর থেকে আরও বড় করে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। আমরা প্রত্যেকেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। অথচ সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও রোজ দিনশেষে একবার সবাই মিলে শ্রদ্ধেয় শিল্পীর গান চর্চা করি।'
আরও পড়ুন: Kishore Kumar Birth Anniversary: কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমার সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য
কিংবদন্তী সঙ্গীতশিল্পী কিশোর কুমার ওরফে আভাস কুমার গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন ৪ অগাস্ট, ১৯২৯ সালে, মধ্যপ্রদেশের খণ্ডওয়ায়। বাঙালি বাড়িতে জন্ম। কর্মজীবন শুরু করেন দাদা অশোক কুমারের মতোই, অভিনেতা হিসেবে। ১৯৪৬ সালে তাঁর প্রথম ছবি 'শিকারি' মুক্তি পায়। শুরু করলেও বিশেষ মন মজেনি অভিনয়ে। এরপরেও কিছু ছবিতে কাজ করলেও ১৯৪৮ সালে 'জিদ্দি' ছবির হাত ধরে প্রথম সঙ্গীত জগতের পথচলা শুরু। তারপর আর ফিরে তাকাতে হয়নি। কয়েক দশক পেরিয়ে আজও তিনি 'চির কিশোর'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন