সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: কষ্টের রোজগারে ফ্ল্যাট কিনে আরও কষ্ট? ট্যাংরায় হেলে পড়া বহুতলে পুরসভার নোটিস। ৩ দিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে নোটিসে। কারও আপত্তি থাকলে, তা লিখিত আকারে জানাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে।
গতরাত থেকে বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে বাসিন্দারা জল পাচ্ছেন না, বহুতলের লিফটও কাজ করছে না। বহুতলে এখনও রয়েছে ১১টি পরিবার। ফ্ল্যাট ছাড়তেই পারি, মালপত্র নিয়ে উঠব কোথায়? প্রশ্ন আবাসিকদের। এক আবাসিকের মন্তব্য, 'এত টাকা দিয়ে ফ্ল্যাট নিলাম, এখন তো পথে বসব। এখন বলছে ফ্ল্যাট খালি করতে। কোথায় যাব। এটার টাকাও তো পাব না? তাহলে কী করব, মাথা কাজ করছে না।'
উল্লেখ্য, ট্যাংরায় দুটি বহুতলের মধ্যে ব্যবধান বিপজ্জনকভাবে কমছে। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ১১/২, ক্রিস্টোফার রোডের পাঁচতলা বহুতল ও পাশের ৬ তলা নির্মীয়মাণ বহুতলের মধ্যে কোথাও মাত্র সাড়ে ৭, কোথাও ১৩ ইঞ্চির ব্যবধান। ইতিমধ্যেই হেলে পড়া ৫ তলা বহুতলকে বিপজ্জনক বলে নোটিস দিয়েছে কলকাতা পুরসভা।
৫ তলা বহুতলের প্রোমোটার ড্যানিয়েল লি-র বিরুদ্ধে পুুর আইনে ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছে কলকাতা পুরসভা। ড্যানিয়েল ও নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার সুরজিৎ মান্নার খোঁজ মেলেনি। এদিন পরিদর্শনে যান পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা।
আরও পড়ুন, হাওড়া আজ থেকে ৬০ জোড়া লোকাল ট্রেন বাতিল! কতদিন পর্যন্ত?
এদিকে, এবার বিধাননগর পুরসভা এলাকায় হেলে পড়ল বহুতল। বাঘা যতীন, বেলঘরিয়া, ট্যাংরার পর এবার বিধাননগর পুরসভার নারায়ণপুরে হেলে পড়ল বহুতল। নারায়ণপুরের বহুতলে বসবাসকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কে এলাকাবাসী, গোটা বহুতলটিই অবৈধভাবে নির্মাণের অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে