সুনীত হালদার এবং সমীরণ পাল, কলকাতা: পূর্ব রেলের শিয়ালদা-ডানকুনি শাখায় বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে CCR ব্রিজ সংস্কারের জন্য বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত গাড়ি, বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে নিবেদিতা সেতু দিয়ে।


বালি ব্রিজের একাংশ দিয়ে কলকাতাগামী গাড়ি ঢুকতে পারবে। কিন্তু কলকাতা থেকে বালি হল্ট, হয়ে বোম্বে রোড, দিল্লি রোডগামী বাস বা গাড়ি বেরোতে পারবে না। সেই বাসগুলো যাবে নিবেদিতা সেতু হয়ে। তবে বাসের কোনও টোলট্যাক্স লাগবে না। কলকাতাগামী লেন খোলা রাখা হলেও উল্টোদিকে বেরোনোর লেন বন্ধ থাকবে। কারণ ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে ওই সময়।         


পণ্যবাহী গাড়ি চলাচলও বন্ধ। একদিকে, বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে CCR ব্রিজ সংস্কার, আরেক দিকে হাওড়া ও লিলুয়া স্টেশনের মাঝে বেনারস রেল ব্রিজ ভেঙে ফেলে নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে। এর জন্য আজ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত, হাওড়া-বর্ধমান মেন শাখায় চারদিনে, প্রায় ১০০ ঘণ্টা বন্ধ থাকছে ট্রেন চলাচল। চলবে না দূরপাল্লার ট্রেনও। প্রতিদিন ৩০ জোড়া করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। 


এর মধ্যে রয়েছে হাওড়া- ব্যান্ডেল, হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-শ্রীরামপুর-সহ একাধিক লোকাল ট্রেন। এই ক’দিন যাত্রীরা ব্যান্ডেল-হাওড়া মাতৃভূমি লেডিস স্পেশালে যাতায়াত করতে পারবেন। এ ছাড়াও হাওড়া ও ব্যান্ডেল স্টেশনের মধ্যে চার জোড়া স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। 


পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, হাওড়া স্টেশনে ঢোকা এবং বেরোনোর লাইনের সংখ্যা এবং সিগনাল পয়েন্টের সংখ্যা বাড়ানোর কাজ চলছে। এজন্য সালকিয়ায় ১২০ বছরের পুরানো বেনারস রোড ব্রিজ এবং হাওড়া ময়দান এর কাছে ৯১ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ ভেঙে ফেলা হবে। সে কারণেই আগামীকাল  ২৩ জানুয়ারি থেকে রবিবার ২৬ জানুয়ারি পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।


বৃহস্পতিবার থেকে রবিবার কোন কোন ট্রেন বাতিল?


১৫টি হাওড়াগামী ব্যান্ডেল লোকাল বাতিল করা হয়েছে।


১১টি হাওড়াগামী শেওড়াফুলি লোকাল বাতিল থাকছে।


২টি হাওড়াগামী বেলুড় মঠ লোকাল বাতিল। 


২টি হাওড়াগামী শ্রীরামপুর লোকাল বাতিল।


১৫টি  ব্যান্ডেলগামী হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। 


১১টি শেওড়াফুলিগামী হাওড়া লোকাল বাতিল থাকছে। 


২টি বেলুড় মঠগামী হাওড়া লোকাল বাতিল। 


২টি শ্রীরামপুরগামী হাওড়া লোকাল বাতিল থাকছে।


বাতিল থাকছে ব্যান্ডেল-হাওড়া মাতৃভূমি লেডিজ স্পেশাল। 


 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে