করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda News) বামনগোলার ছবি দেখা গেল এবার হবিবপুরে। খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থকে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিও। পরিবারের দাবি, বেহাল রাস্তার জন্য় যানবাহন না পাওয়ায় খাটিয়া করে নিয়ে যেতে হয়েছে অসুস্থকে। স্থানীয়দের দাবি বারবার অভিযোগ জানিয়েও রাস্তার কোনও উন্নতি হয়নি। জেলা শাসকের দাবি, দ্রুত রাস্তা নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।


না কোনও অ্য়াম্বুল্য়ান্স, না কোনও টোটো। রোগী নিয়ে যাওয়া হচ্ছে খাটিয়ায় করে। খাটিয়া কাঁধে রোগী নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। গ্রামের বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এভাবেই হাসপাতালে যেতে হয় অসুস্থদের। এই যন্ত্রণার কারণ হল,  বেহাল রাস্তা।  মালদার হবিবপুর ব্লকের মেস্তর পাড়া গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ,  দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা। সেই কারণেই অ্য়াম্বুল্য়ান্স তো দূর টোটোও ঢুকতে চায় না এই রাস্তায়। স্থানীয়দের দাবি, শনিবার গ্রামের এক প্রৌঢ় অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অভিযোগ, রাস্তা খারাপের কারণে কোনও টোটোচালক আসতে চাননি।  বাধ্য় হয়ে খাটিয়া করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, "অসুস্থ হয়ে, তারপর আমরা খাটিয়ে করে নিয়ে গেছি। এখানে কোনও অ্য়াম্বুল্য়ান্স টোটো আসতে চায় না।''


স্থানীয়দের দাবি, বর্ষাকাল হলে আরও খারাপ হয় অবস্থা। প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোন লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। এক বাসিন্দা বলেন, "দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ। ভোটের সময় লোক বলে কাজ হবে হয় না।'' বেহাল রাস্তাকে হাতিয়ার করেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। মালদার বিজেপি নেতা সুশান্ত প্রামাণিক বলেন, "এটাই তো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। বারবার বলি কাজ হয় না। যার জন্য় মানুষকে ভুক্তভোগী হতে হয়। ''তৃণমূল পরিচালিত হবিবপুর পঞ্চায়েতের সদস্য সাহেব টুডু বলেন, " রাাস্তার অবস্থা বেহাল। পঞ্চায়েতকে জানিয়েছি। টেন্ডার হলেই কাজ শিরু ববে। 


মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন বিষয়টি তিনি জানতে পেরেছেন। দ্রুত জেলা পরিষদকে রাস্তা নির্মাণের জন্য় নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, গত বছরই মালদার বামনগোলায় খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এক রোগিণীর। অভিযোগ ওঠে, বেহাল রাস্তার জন্য় চেষ্টা করেও পাওয়া যায়নি অ্য়াম্বুল্য়ান্স। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: Chinar Park Fire:দুই বহুতলের মধ্যে ব্যবধান এক ফুটেরও কম, চিনার পার্কে অগ্নিকাণ্ডে নজরদারি নিয়ে প্রশ্ন