আবীর দত্ত, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption) CBI-এর জিজ্ঞাসাবাদের পর, চক্রান্তের তত্ত্ব সামনে আনছেন তেহট্টের (Tehatta) তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। বিজেপি (BJP), সিপিএম (CPM) ও কংগ্রেসের (Congress) পাশাপাশি দলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি  (BJP) ও সিপিএম (CPM)।


নিয়োগ দুর্নীতির (Recruitment Corruption) তদন্তে, টানা ১৪ ঘণ্টা ধরে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে (Tapas Saha) জিজ্ঞাসাবাদ করেছে CBI । তাঁর বাড়ি ও কলেজেও চিরুনি তল্লাশি করা হয়েছে। আর, CBI-এর এই ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরই বিস্ফোরক মন্তব্য করেছেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। ফের তুলেছেন চক্রান্তের চাঞ্চল্যকর অভিযোগ । দলের একাংশের বিরুদ্ধেও এই চক্রান্তে যুক্ত থাকার অভিযোগ করেছেন তিনি ।


তাপস সাহাকে (Tapas Saha) CBI জিজ্ঞাসাবাদ। চক্রান্তের অভিযোগ তাপস সাহার । CBI জিজ্ঞাসাবাদ নিয়ে আরও বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha) ।


তেহট্ট  (Tehatta) তৃণমূল (TMC) কংগ্রেসের বিধায়ক তাপস সাহার কথায়, সিবিআইয়ের (cbi) আধিকারিকদের ওপর থেকে বলা হচ্ছে, এটা করো, সেটা করো। একবার মহিলাদের বাথরুমে যাও, একবার মহিলাদের গেস্ট রুমে যাও, ফোন আসছে আর এরা এ করছে... । ওরা নিজেরাও বলছে আপনাকে সম্পূর্ণ রাজনৈতিকভাবে ই করা হচ্ছে। সিবিআই বলছে। মানে আমার দলের কেউ কেউ...হ্যা ওরা সেটা বলছে... সেভাবে ওরা একটার পর একটা করছে। রাজনৈতিক শিকার। বিজেপির (BJP) থেকে শিকার। তৃণমূলের (TMC) থেকে শিকার।


কিছু দিন আগে, নদিয়া জেলা পরিষদের, তৃণমূলের সদস্য টিনা ভৌমিক সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লিফলেটে প্রচার করা হয় । এ দিন, তাপস সাহার (Tapas Saha) গাড়ি থেকে সেই লিফলেটের বেশ কয়েকটি কপি পায় CBI। নদিয়া (Nadia) জেলা পরিষদ  তৃণমূল সদস্য টিনা ভৌমিক সাহার কথা, ওঁর বিরুদ্ধে অভিযোগ, উনি যে নির্দোষ ওঁকেই তা প্রমাণ করে আসতে হবে। তাপস সাহার নামে কোথাও কোনও অভিযোগ আমি করিনি আর লিফলেটের অংশও দিও। তাপস সাহাকে জিজ্ঞাসাবাদের পর এখন CBI কী পদক্ষেপ করে সেদিকেই সবার নজর । 


আরও পড়ুন: Kaliaganj: নাবালিকার মৃতদেহ কি টেনে-হিঁচড়ে নিয়ে গিয়েছিল পুলিশ ? মুখ খুললেন শশী পাঁজা