সোমনাথ মিত্র, ব্রতদীপ ভট্টাচার্য, হুগলি : ভয়াবহ। নৃশংস। মধ্যযুগীয় বর্বরতা বললেও কম বলা হয়। বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পাণ্ডুয়ার পর এবার তারকেশ্বর। ফের গণপিটুনিতে মর্মান্তিক মৃত্যু হল যুবকের। শুধু তাই নয়, যে অভিযোগে গণপিটুনি, সেই অভিযোগও মিথ্যে বলেই ইঙ্গিত দিচ্ছে ঘটনাক্রম। 



রবিবার  চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে। মৃতের নাম বিশ্বজিৎ মান্না। বিশ্বজিতের পরিবারের অভিযোগ, তাঁর আত্মীয় বিকাশ সামন্তর বাড়ি থেকে ৫০ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 


মৃতের পরিবারের দাবি, রবিবার রাতে বছর ২৩ এর  বিশ্বজিৎকে  যুবককে তুলে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের নামে চলে বেধড়ক মারধর চলে। পরে গুরুতর জখম যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।


এদিকে যে  ব্যক্তির বিরুদ্ধে মারধরের অভিযোগ, তাঁর স্ত্রী নাকি স্বীকার করেছেন এই মারধরের কথা । শুধু তাই নয়, যে টাকা চুরির কথা বলে ওই ২৩ বছরের যুবককে মারধর করা হয়েছিল, সেই টাকাও তাঁর বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে। স্বীকার করেছেন অভিযুক্তের স্ত্রী। খুনের মামলা রুজু করে অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ।  


শুধু তারকেশ্বর নয়, সারা বাংলা জুড়েই চলেছে একের পর এক গণপিটুনি ও মৃত্যুর ঘটনা। বউবাজারে সরকারি হস্টেলে টেলিভিশন মেকানিককে পিটিয়ে 'খুন', রোলারের যন্ত্রাংশ ও সকুটার চোর সন্দেহে ঝাড়গ্রামে পিটিয়ে 'খুন', পাণ্ডুয়ায় যুবকের মৃত্যু, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে চোপড়ায় সালিশি সভায় যুগলকে মারধর ... একের পর এক ঘটনা আসছে সামনে। কবে বন্ধ হবে এমন বর্বর ঘটনা ? গণপিটুনির সাজা কি পাবে অভিযুক্তরা ?  


সোমবার বউবাজারে সরকারি হস্টেলে টেলিভিশন মেকানিককে পিটিয়ে খুনের ঘটনার তদন্ত করতে বউবাজারের হস্টেলে যায়  ফরেন্সিক দল। বউবাজারকাণ্ডে ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে। মোবাইল চোর সন্দেহে টেলিভিশন মেকানিককে পিটিয়ে মারার ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, পেটানোর পর প্রমাণ লোপাটে ডিলিট করে দেওয়া হয় হস্টেলের পাশে কেকের দোকানের CC ক্যামেরার ফুটেজ।  


আরও পড়ুন : 


দেশে নতুন আইন চালু, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় দায়ের হল প্রথম FIR, কার বিরুদ্ধে ?