কলকাতা: জামাইষষ্ঠীর সময়েই তিনি এবিপি লাইভকে (ABP Live) দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছিলেন, কাজের জন্যই নাকি তিনি মধুচন্দ্রিমায় যেতে পারছেন না। অবশেষে, সেই আক্ষেপ মিটল। সক্কাল সক্কাল সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে উচ্ছ্বসিত শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) সঙ্গে একান্তে, অবশেষে মধুচন্দ্রিমা উদযাপনে শ্রীময়ী।
সদ্য সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) 'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর শ্যুটিং শেষ করেছেন কাঞ্চন মল্লিক। জামাইষষ্ঠতেও এই সিনেমার শ্যুটিংয়েই ব্যস্ত ছিলেন তিনি। বিয়ের পরে প্রথম জামাইষষ্ঠী করতেই রাত্রিবেলা শ্রীময়ীর বাড়ি গিয়েছিলেন তিনি। তবে কমতি ছিল না আয়োজনে। পঞ্চব্যঞ্জনে জামাইষষ্ঠী উদযাপন করেছিলেন কাঞ্চন। তবে স্বামীর কাজ থাকার জন্য দিনটা একাই কাটাতে হয়েছিল শ্রীময়ীকে। অভিমানী শ্রীময়ী সেই সময়ে অভিমানী গলায় এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, 'কাঞ্চনের তো রাত পর্যন্ত শ্যুটিং চলছে। ও একটা কাজপাগল মানুষ। সেটা আমি বুঝি বলেই কিছু বলতে পারি না। আমিও যেহেতু একই পেশায় আছি, বুঝতে পারি জামাইষষ্ঠী বা জন্মদিন বলে ছুটি নেওয়া যায় না। আমি ও তো জন্মদিনে শ্যুটিং করেছি। সেই কারণেই ওর ওপর অভিমানটা দেখাতে পারি না। এইটুকু বোঝাপড়া রয়েছে আমাদের মধ্যে। '
আর আজ.. মধুচন্দ্রিমায় যেতে যেতে শ্রীময়ীর গলায় উচ্ছ্বাসের সুর। এবিপি লাইভকে শ্রীময়ী বললেন, 'চললুম হানিমুনে। এতদিন পরে নিয়ে যাচ্ছে'। কোথায় যাচ্ছেন এই তারকা জুটি? রহস্যের হাসি হেসে শ্রীময়ী বললেন, 'সেটা ক্রমশ প্রকাশ্য।' সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী যে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন, সেটা সবটাই বিমানবন্দর থেকে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। গতকাল অর্থাৎ রবিবারই জন্মদিন গিয়েছে অভিনেত্রীর। বাবা-মা ও শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে দফায় দফায় আনন্দ উচ্ছ্বাসে মেতে ছিলেন শ্রীময়ী। আর তারপরেই শুরু তাঁদের মধুচন্দ্রিমা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।