কলকাতা: প্রয়াত বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ মজদুমদার। সোমবার কলকাতায় এসএসকেএম হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষীয়ান পরিচালকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন চিত্র পরিচালক গৌতম ঘোষ। 


শোকস্তব্ধ গৌতম ঘোষ:
গৌতম বলেন, 'আমরা অভিভাবক হারালাম। চল্লিশ বছর ধরে ব্যক্তিগত পরিচয়। শিক্ষিত বাঙালি সমাজের জন্য পরিচ্ছন্ন ছবি নির্মাণ করেছেন। আমরা আর ওরকম ছবি পাব না। তাঁর ছবি বাঙালি আপন করে নিয়েছিল। হলভর্তি করে লোক, তিনটে-চারটে করে শো।' স্মৃতিচারণ করতে গিয়ে তরুণ মজুমদারের একাধিক ছবির কথা উল্লেখ করেন পরিচালক গৌতম ঘোষ। বিশেষ করে উল্লেখ করেন সংসার সীমান্তে এবং গণদেবতার কথা। তিনি আরও বলেন, 'উনি যখন কাজ করতেন। প্রতিটি জিনিস প্রস্তুত না হওয়ার পর্যন্ত কাজ করতেন না। ছবি ঠিক থাকলে শুটিং শুরু করতেন। ওঁর কাজ থেকে অনেককিছু শেখার রয়েছে। আমিও শিখেছি। ওঁকে আপাতদৃষ্টিতে দেখলে গম্ভীর মনে হতো। কিন্তু উনি খুব রসিক ছিলেন।'






তরুণ মজুমদারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া বাংলার চলচ্চিত্র জগতে। শতাব্দী রায়, দেবশ্রী, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক থেকে শুরু করে চলচ্চিত্র জগতের আরও একাধিক ব্যক্তি শোক প্রকাশ করেছেন।  


আরও পড়ুন:  'মনটা খুবই ভারাক্রান্ত লাগছে', তরুণ মজুমদারের মৃত্যুতে প্রতিক্রিয়া ঋতুপর্ণার