কলকাতা: উপনির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবি। যা নিয়ে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা তথাগত রায়ের (Tathagata Roy)। বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা: ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে জেতা আসনও হাতছাড়া হল বিজেপির। এমনকী মাদারিহাটেও ফুটেছে জোড়াফুল। যা নিয়ে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা। তথাগত রায় বলেন, "রাজ্য নেতৃত্বের থেকে কেন্দ্রীয় নেতৃত্বের গলদ বেশি। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মতো এমন কঠিন রাজ্যে পূর্ণসময়ের সভাপতি নেই। এটা হজম করতে পারছি না। অমুকটার জন্য তমুকটার জন্য অপেক্ষা করছি, এগুলো কোনওটাই গ্রহণযোগ্য নয়। যিনি সভাপতি আছেন তিনি দিল্লিতে একটা রাষ্ট্রমন্ত্রীর কাজ সামলাচ্ছেন। এই অবস্থায় দলের কী করে দিশা থাকতে পারে। মানুষের পৌঁছানোর জন্য একমাত্র জনসভা। সেই সভায় বিজেপি নেতাদের বক্তৃতায় কোনও সামঞ্জস্য নেই। বিজেপির কোনও লাইন নেই, কী বলতে হবে কেউ জানেন না। ইস্যু বেছে নেওয়া হয়। সেটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য সংস্থা দরকার।'
নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ-জেপি নাড্ডা,শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদার অতীতে লোকসভা কিংবা বিধানসভা ভোটে প্রচারে ঝড় তুলে কিংবা লক্ষ্য়মাত্রা বেধে দিয়েও চরম ব্য়র্থ হয়েছেন। এই পরিস্থিতিতে ফের একবার বাংলার বুকে শোচনীয় পরাজয় ঘটল পদ্ম ব্রিগেডের। এরপর কী করবেন শুভেনদু অধিকারী সুকান্ত মজুমদাররা? কোন কৌশলে জয়ের রাস্তা খুঁজে পাবেন? এদিকে ফের একবার বাংলায় ভোটে ভরাডুবির পর বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের গলায় শোনা গেল নানা অজুহাত। শুভেনদু অধিকারী যখন কার্যত দায় ঠেললেন দলের সংগঠনের দিকে, তখন সুকান্ত মজুমদার বললেন, ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে।
রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের অভ্য়ন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। আমার যেটা মনে হয়েছে সময়ের ডাক, সংগঠনকে নির্বাচনমুখী, দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার। এই জনবিরোধী, দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি ছেলেমেয়েকে বেকার বানিয়ে দেওয়া। ট্য়াব থেকে সাইকেল, সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান। পুলিশ নির্ভর, রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরও বেশি করে থাকা দরকার।'' সুকান্ত মজুমদার বলেন, "উপনির্বাচন বলে এরকম হয়েছে। ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: সোমবার কালীঘাটে TMC-র জাতীয় কর্মসমিতির বৈঠক, কী বার্তা দেবেন তৃণমূলনেত্রী?