কলকাতা: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার তথাগত রায়। রাজ্য বিজেপির অস্বস্তি আরও বাড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে কার্যত সমর্থন তথাগত রায়ের। 

Continues below advertisement

তথাগত রায়ের কথায়, 'ভিনরাজ্যের নেতাদের দিয়ে চলবে না, সাধারণভাবে এটা ঠিক। হিন্দি বলয়ের মানুষের ভাবনাচিন্তার সঙ্গে পশ্চিমবঙ্গের ভাবনা অন্যরকম। হিন্দি বলয়ের মানুষ যেভাবে জাত বিচার করেন, পশ্চিমবঙ্গে তা হয় না। পশ্চিমবঙ্গে মানুষ জাতপাত দেখে ভোট দেয় না। পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতাকে আনা ভুল হয়েছিল। ২০২১-এ আমাদের ক্ষমতায় আসার কথা ছিল, আমরা ভুলের মাশুল দিয়েছি', বার্তা বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ের। 

এবার এক্সপোস্টে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় লিখেছেন, 'অবাঙালি নেতা মানেই অযোগ্য নয় । আমি বাংলাভাষী ত্রিপুরায় রাজ্যপাল থাকাকালীন নেপথ্যে দাঁড়িয়ে দেখেছি, এক মহারাষ্ট্রীয়, সুনীল দেওধর, কি করে ২০১৮ সালে বিজেপিকে শূন্য থেকে ক্ষমতায় এনেছিলেন । তার পাশাপাশি এও দেখেছি, ২০২১ সালে পশ্চিমবঙ্গে জেতা গেম কি করে হারিয়ে দিল মধ্যপ্রদেশ থেকে আসা শয়তান কৈলাস বিজয়বর্গীয়র দলবল এবং তার বুদ্ধিহীন বাঙালি চ্যালারা। শুধু বাংলার রাজনীতি না বোঝার জন্য নয়, অন্য এবং অত্যন্ত জঘন্য কারণে - যার নাম কামিনী-কাঞ্চন। তাই জিততে হলে যথাযথ লোককে দায়িত্ব দিতে হবে।'   

Continues below advertisement

প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রচারে, বিজেপির প্রচারে ঝড় তুলেছিলেন হিন্দিভাষী নেতা। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের গেরুয়া শিবিরের নেতারা ভোটের বহু আগে থেকেই বাংলায় এসে ঘাঁটি গেড়ে পড়েছিলেন! কিন্তু, দু’শো প্লাসের টার্গেট নিয়ে লড়াইয়ে নেমে, বিজেপি পেয়েছিল ৭৭ টি আসন। আর এই ফলের জন্য, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। 

এই অবস্থায়, ছাব্বিশের বিধানসভা ভোটের কয়েকমাস আগে হিন্দি বলয়ের নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি নেতা বলেছিলেন, 'হিন্দি বলয় থেকে নেতা এসে বাংলায় ভোট করানো যাবে না। তাদের মেজাজ, অভিমান একেবারে আলাদা। বাংলার সঙ্গে উত্তর ভারতের হাবভাব মিলবে না। ওই উত্তর থেকে নেতা পাঠিয়ে বাংলায় জিতে যাব, ওসব হবে না।' 

বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে কার্যত ঘরে-বাইরে অস্বস্তিতে বিজেপি।