সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : সাতসকালে সায়েন্স সিটির কাছে মা উড়ালপুলের ওপর দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা গাড়ি ট্যাক্সির পিছনে ধাক্কা মারে। গাড়ির চালক আহত হন। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে।


সায়েন্স সিটির দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় ট্যাক্সি চালক গতি শ্লথ করায়, পিছন থেকে এসে ধাক্কা মারে গাড়ি। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে, গাড়ির এয়ার ব্যাগ খুলে যায়। ফেটে যায় গাড়ির এয়ার কুলিং ট্রাঙ্ক। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মা উড়ালপুলে যানজট তৈরি হয়। গাড়ি আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। 


পুলিশ সূত্রে খবর, সায়েন্স সিটির দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় ট্যাক্সি চালক গতি শ্লথ করায়, পিছন থেকে এসে ধাক্কা মারে গাড়ি। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে, গাড়ির এয়ার ব্যাগ খুলে যায়। ফেটে যায় গাড়ির এয়ার কুলিং ট্রাঙ্ক। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মা উড়ালপুলে যানজট তৈরি হয়। গাড়ি আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। 


এর আগেও মা ফ্লাইওভারে একাধিক দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরেই, অফিস টাইমে মা উড়ালপুলে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। উড়ালপুলের গার্ডওয়াল টপকে প্রায় ৮০ ফুট নিচে ছিটকে পড়ে মৃত্যু হয় মোটরবাইক আরোহীর। রক্ষা পান বাইক চালক। সকাল সাড়ে ৮টা নাগাদ তিলজলা ট্রাফিক গার্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ইএম বাইপাসের দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মারেন বাইক চালক। উড়ালপুলের ওপর থেকে ছিটকে নিচে পড়ে গিয়ে গুরুতর জখম হন চালকের পিছনে বসা যুবক। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। বাইক চালকের দাবি, ওভারটেক করা আরেকটি বাইককে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে।


অন্যদিকে, মঙ্গলবার নুঙ্গি থেকে বাজি কিনে ফেরার পথে, মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে মিনিডোরের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় বাইক চালকের।
আহত হন এক বাইক আরোহী ও মিনিডোরের চালক। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ মহেশতলার চন্দননগরের কাছে সম্প্রীতি উড়ালপুলের ওপর দুর্ঘটনা ঘটে। মৃত অভিজিৎ হালদার চেতলার বাসিন্দা। ভাইকে নিয়ে নুঙ্গি থেকে বাজি কিনে কলকাতার দিকে আসছিলেন অভিজিৎ। তখনই ঘটে এই ঘটনা ।  


আরও পড়ুন :


ভূত চতুর্দশীর সঙ্গে ভূত-প্রেতের আদৌ সম্পর্ক আছে ? ১৪ শাকের ভাবনাই বা কোথা থেকে? জানালেন বিশেষজ্ঞ