ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) এবার নজরে 'কালীঘাটের কাকু'। কার কাছে টাকা পাঠাতেন ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ? 'কালীঘাটের কাকু' নিয়ে এবার মুখ খুললেন ধৃত মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। 'কালীঘাটের কাকু' হলেন সুজয় ভদ্র, এমনটাই দাবি ধৃত তাপস মণ্ডলের। অর্থাৎ এবার নিয়োগ দুর্নীতিতে ফের উঠে এল নতুন নাম। প্রসঙ্গত,  সিবিআই হেফাজতে রয়েছেন তাপস মণ্ডল। আজ তাঁকে এসএসকেএম-এ মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হলে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাপস জানান, কালীঘাটের কাকু হলেন সুজয় ভদ্র।

  


এর আগে গোপাল দলপতির মুখেও শোনা গিয়েছিল 'কালীঘাটের কাকু'র প্রসঙ্গ। কে এই সুজয় ভদ্র? নিয়োগ দুর্নীতিতে কী ভূমিকা? উত্তরের খোঁজে সিবিআই। সিবিআই স্ক্যানারে বিভাস অধিকারী নামের এক ব্যক্তিও, খবর সূত্রের। কে বিভাস অধিকারী?  বিভাস অধিকারী তাপস মণ্ডলের মতোই একজন, দাবি কুন্তলের।                                                                                                                  


আরও পড়ুন, 'রাজ্যের সরকারি সম্পত্তি নষ্ট হলে অভিযুক্তের সম্পত্তিই নিলাম', আইনে সংশোধন আনল সরকার


অন্যদিকে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই স্ক্যানারে বিভাস অধিকারী নামের এক ব্যক্তিও, খবর সূত্রের। কে এই বিভাস অধিকারী? বিভাস অধিকারী তাপস মণ্ডলের মতোই একজন, দাবি কুন্তলের। 


রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আরও অনেক কাকুর নাম সামনে আসবে। তো কাকুর নাম এসেছে পরে ভাইপো ভাইজি পিসি এদের নাম আসবে।' অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বিচারাধীন বিষয়, আদালত দেখবে, তদন্ত চলছে তো চলছে একঘেয়ে হয়ে যাচ্ছে।'  


সম্প্রতি, বালিগঞ্জে প্রায় দেড় কোটি টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের তৃণমূল-যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্য়ুইটারে লিখেছিলেন,
কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, কাকিমা, বউমা, শ্যালিকা - সবাই একই ধাঁধার অংশ। পৃথকভাবে কেউ দোষী নন, অথচ সবাই একসূত্রে গাঁথা। কয়লা যতই ধোয়া হোক, তা কালোই থাকবে। ঠিক তোমাদের ভবিষ্যতের মতো।