কলকাতা: শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় এইমুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে। কারন তাঁর অভিনীত ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' -এর ট্রেলার ইতিমধ্য়েই প্রকাশ্য় এসেছে। আর সেখানেই অভিনেত্রীর লুক ও অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। আর এরইমধ্য়ে স্বামী রাজ চক্রবর্তীর জন্মদিনে শুভশ্রীর বিশেষ শুভেচ্ছা পোস্ট সাড়া ফেলল সোশ্য়াল মিডিয়ায়।


রাজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “শুভ জন্মদিন পার্টনার। আমি ভাগ্যবতী যে তোমাকে আমার জীবনে পেয়েছি। সুস্থ থাকো, ভাল থাকো, জীবনে সফল হও— এই কামনাই করি। তুমি সেরা।” 


সূত্রের খবর অনুযায়ী, রাজ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষ্য়ে এদিন তাঁদের বাড়িতে হাজির হয়েছিলেন কয়েকজন কাছের বন্ধুও।  মাঝরাতে কেক কেটে বিশেষভাবে জন্মদিন উদযাপনে মেতে উঠেছিলেন রাজ-শুভশ্রী। এই ছবিই আপতত ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।



প্রসঙ্গত, শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় অভিনীত হইচইয়ের আসন্ন ওয়েবসিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' প্রথম থেকেই চর্চায়। দেশভাগ, ৭০ দশকের নকশালবাড়ি আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা উঠে এসেছিল কল্লোল লাহিড়ির এই উপন্যাসের পরতে পরতে। খুলনার মেয়ে ইন্দুর চরিত্রে এই সিরিজে অভিনয় করেছেন শুভশ্রী  (Subhashree Ganguly)। বালিকা থেকে বৃদ্ধা, ইন্দুর গোটা জীবনের বিভিন্ন অধ্য়ায় উঠে আসবে গল্পে। এই সিরিজে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাহুল বন্দ্য়োপাধ্য়ায়(Rahul Banerjee)।


আরও পড়ুন...


ইতিহাসের পাতা থেকে উঠে এল ইন্দুবালার গল্প, টানটান ট্রেলারে মন কাড়লেন শুভশ্রী


ট্রেলারে উঠে আসছে গ্রাম বাংলার নিবিড় প্রাকৃতিক দৃশ্য়ের কোলাজ। রয়েছে বাংলার অগ্নিগর্ভ ইতিহাসের জানা-অজানা কাহিনিও। গ্ল্যামারাস অবতার থেকে বেরিয়ে এই সিরিজে এক ৭৫ বছরের বৃদ্ধার চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় (Subhashree Ganguly) লুক নিয়ে দর্শকের কৌতুহল ছিল প্রথম থেকেই। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী প্রকাশ্যে এনেছিল শুভশ্রী থেকে ইন্দুবালা হয়ে ওঠার সফর।


শুভশ্রীর এই লুকের পিছনে রয়েছে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর ম্য়াজিক। কারণ টলিউডে এই ধরনের মেকআপকের জন্য সাহায্য নেওয়া হয় প্রস্থেটিকের। আর বাংলা ইন্ডাস্ট্রিতে এই রূপটান একমাত্র জানেন সোমনাথ কুণ্ডুই। প্রস্থেটিক মেকআপের প্রয়োজন হলেই তাঁর ডাক পড়ে। এই প্রথম নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নেতাজি সুভাষচন্দ্র বসু করে তোলা বা গার্গী রায়চৌধুরীকে মহাশ্বেতা দেবী,এসবের পিছনেই রয়েছে সোমনাথ কুণ্ডুর কামাল।


কেবল মুখ নয়,প্রস্থেটিকের যাদুতে বদলাল  শুভশ্রীর হাত পা,তাতে এল বয়সের ছাপ। চামড়া গেল কুঁচকে। নিপুণ হাতে সোমনাথ ফুটিয়ে তুলছিলেন সেই সমস্ত। আর শুভশ্রীর এই লুক প্রকাশ্যে আসতেই তা শোরগোল ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ঢালাও প্রশংসা করেছিলেন সবাই। আর এখন সবাই মুখিয়ে রয়েছেন সিরিজ মুক্তির জন্য।