সুনীত হালদার, হাওড়া: DA-র দাবিকে সমর্থন জানিয়ে ধর্মঘটে যোগ দিয়েছেন শিক্ষকরা। স্কুলে আসেননি কেউ। কিন্তু পড়ুয়ারা তো স্কুলে এসেছে। তাঁদের ক্লাস করাবে কে? এই অবস্থায় হাওড়ার আমতায় নিচু ক্লাসের পড়ুয়াদের ক্লাস নিল উঁচু ক্লাসের ছাত্ররা। 


নিচু ক্লাসের পড়ুয়াদের ক্লাস নিল উঁচু ক্লাসের ছাত্ররা: ক্লাসে বসে খুদে পড়ুয়ার দল, খুবই পরিচিত এক দৃশ্য। কিন্তু চমকে দেওয়ার মতো ছবি এটা। শিক্ষকের আসন ফাঁকা। তার জায়গায় ক্লাস করাচ্ছে উঁচু ক্লাসের এক ছাত্র। সরকারি কর্মীদের ধর্মঘটের জেরে, শুক্রবার এমনই ছবি দেখা যায়, সিপাহী বিদ্রোহের সময় তৈরি হওয়া হাওড়ার ঐতিহ্য়শালী এই স্কুলে।


আমতা পীতাম্বর মাল্টি পাারপাস হাইস্কুল। বকেয়া ডিএ মেটানোর দাবিতে সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলনের সমর্থনে শনিবার, স্কুলে আসেননি কোনও শিক্ষক। কিন্তু যথা সময়ে স্কুল খোলা হয়। আসে পড়ুয়ারাও। কিন্তু পড়াশোনা কী করে হবে?  তাই নিচু ক্লাসের ছাত্রদের ক্লাস নেয় উঁচু ক্লাসের দাদারা। আমতা পীতাম্বর মাল্টি পারপাস হাইস্কুলের এক ছাত্র বলে, “স্যর না আসলে কী করব বলুন। ছোট ভাইদের তো ভবিষ্য়ত আছে। ফাইভ সিক্স সেভেন, মিনিমাম চারটে নেব।’’স্কুলের পরিচালন সমিতির সভাপতি তপনকুমার বারিক বলেন, “শিক্ষকদের ধর্মঘটের ডাক আছে। স্কুল খোলা হয়েছে। ছাত্ররা এসেছে। আমার স্কুলে ১৪০০ স্টুডেন্ট। প্রায় ২৫ শিক্ষক। নির্দিশ্ট সময় স্কুল খুলেছে। ছাত্ররা ঢুকেছে। সিনিয়ররা জুনিয়রদের ক্লাস নিচ্ছে।’’ অন্য়দিকে, শিক্ষকরা ধর্মঘটে সামিল হওয়ায় কোনও ক্লাস হয়নি আমতার রসপুর হাইস্কুলে।


শুক্রবারে শিক্ষকদের আন্দোলনের (Teacher Protest) জেরে থমকে গিয়েছিল পঠন-পাঠন। শনিবারে শিক্ষকদের স্কুলে ঢুকতে না দিয়ে বিক্ষোভ। গেটের বাইরে শিক্ষকদের ঘিরে ধরে আন্দোলনে সামিল অভিভাবকরা। উত্তেজনা কাঁকসার মলানদিঘি উচ্চ বিদ্যালয়ে। প্রধান শিক্ষক অতিরিক্ত ক্লাস করানোর আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। অন্যদিরে শিক্ষকদের স্কুল থেকে বার করে দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। শিক্ষকদের বার করে দিয়ে টিচার্স রুমে তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ঝাটিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ঘটনাস্থলে  আসে পুলিশ। বাঁকুড়ার বেলডাংড়ার প্রাথমিক স্কুলে তালা লাগানোর অভিযোগ। স্কুলে ঢুকতে না পেরে এসআই-কে ফোন প্রধান শিক্ষিকার। 'গতকাল স্কুল বন্ধ ছিল, তাই আজও স্কুল বন্ধ রাখতে বলেছি।' মন্তব্য স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যর।


আরও পড়ুন: Adenovirus: অ্যাডিনো মোকাবিলায় ৮ সদস্যের টাস্ক ফোর্স গঠন নবান্নের