শিলিগুড়ি: বিজেপি বিধায়কদের নিয়ে উত্তরকন্যা অভিযান (BJP MLA Uttarkanya Abhijaan) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Uttarkanya Abhijaan)। পুলিশের সঙ্গে বচসা, 'বাধা' পেয়ে স্লোগান বিরোধী দলনেতার। বললেন,  'এখানকার মানুষ তাঁর শঠতা ধরে ফেলায় রুষ্ট মুখ্যমন্ত্রী। তাই উত্তরবঙ্গকে বঞ্চিত করেছেন তিনি।' ১৪৪ ধারা থাকায় বাধা, দাবি পুলিশের। 


কী ঘটল?
ডিসেম্বরের মরশুমেও যে শিলিগুড়ির আবহাওয়া তেতে উঠতে পারে, সেটার ইঙ্গিত মিলেছিল কিছুদিন আগে। আজ একদিকে শিলিগুড়িতে যখন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কর্মসূচি ছিল, তখনই অন্য দিকে দলের উত্তরের উত্তরণের খোঁজে শীর্ষক আলোচনা সভায় যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুর সাড়ে ১২টায় শিলিগুড়ির কাশ্মীর কলোনির কা়ঞ্চনজঙ্ঘা ভিআইপি রেস্ট হাউস হলে ওই কর্মসূচি ছিল তাঁর। আবার এই দিনেই দলীয় বিধায়কদের নিয়ে উত্তরকন্যা অভিযানের কর্মসূচিও নেন বিরোধী দলনেতা। কিন্তু, উত্তরকন্যা পৌঁছনোর আগেই তাঁদের আটকে দেয় পুলিশ। বিজেপি বিধায়কদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। শুভেন্দুর প্রশ্ন ছিল, 'এখানে কী রয়েছে, কী লুকোচ্ছেন আপনারা?' পুলিশের তরফে জানানো হয়, ১৪৪ ধারা বলবৎ রয়েছে। ফলে যেতে দেওয়া যাবে না। পাল্টা বিরোধী নেতা বলেন, 'সেক্ষেত্রে আমাদের দু'জন ভিতরে যাবেন, গিয়ে দেখে আসবেন কেমন চলছে সচিবালয়।' বিরোধী শিবিরের দাবি, পুলিশ তার পরও তাঁদের যেতে দেয়নি। বলা হয়, অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এর পর পুলিশের উদ্দেশে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। 


সরব শুভেন্দু...
অভিযানে 'বাধা' পাওয়ার পর সংবাদমাধ্যমকে শুভেন্দু বলেন, 'মমতার কিছু পা-চাটা পুলিশ রয়েছে...বলছে বিধায়কদের ঢুকতে দেব না...এর বিরুদ্ধে যা করার করব....।' মুখ্যমন্ত্রীর হালের উত্তরবঙ্গ-সফর নিয়েও তীব্র আক্রমণ শানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বিয়েবাড়ি এসেছিলেন। ছবি তুলতে এসেছিলেন।' উত্তরবঙ্গে কোনও উন্নয়ন হয়নি, অভিযোগ তাঁর। বস্তুত, প্রথম থেকেই তৃণমূলনেত্রীর এই উত্তরবঙ্গ-সফরকে কটাক্ষ করছে পদ্ম-শিবির। এবারের সফরে মুখ্যমন্ত্রী চা-শ্রমিকদের প্রত্যেককে জমির পাট্টা বিলি থেকে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা-সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের টাকা থেকে আবাস যোজনা, নানা ক্ষেত্রে আর্থিক বঞ্চনার অভিযোগেও ফের সরব হয়েছেন তিনি। লোকসভা ভোটের কয়েকমাস আগে গেরুয়া শিবিরের তুলনামূলক শক্তঘাঁটি উত্তরবঙ্গে তৃণমূলনেত্রীর এই সফর ও বিরোধী দলনেতার পর পর কর্মসূচি স্বাভাবিক ভাবেই অন্য রাজনৈতিক তাৎপর্য বহন করছে বলে ধারণা রাজনৈতিক মহলের। 


আরও পড়ুন:কলেজের হস্টেলে পড়ুয়াদের নির্যাতন! এবার র‍্যাগিংয়ের অভিযোগ রায়গঞ্জ মেডিক্যালে