বারুইপুর : বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে তুমুল উত্তেজনা। তৃণমূল ও বিজেপির স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুললেন বিরোধী দলনেতা। এদিন শুভেন্দুকে কালো পতাকা দেখান তৃণমূল সমর্থকরা। যখন মিছিল করতে শুভেন্দু বারুইপুরে এসে পৌঁছন তখন তাঁর গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানোর পাশাপাশি 'চোর' স্লোগান তোলা হয়। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। 'চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা', স্লোগানও তোলে তৃণমূল। এই পরিস্থিতিতে শুভেন্দু দাবি করেন, 'নির্বাচন কমিশন দেখুক, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কি না। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি।' পাশাপাশি তাঁর হুঙ্কার, 'আমি তো যা করার করব।'
পরে দলীয় কর্মীয় সমর্থকদের সামনে তিনি বক্তব্য রাখেন। তিনি চড়া সুরে বলেন, "আমাদের বিধায়ক যাঁরা এসেছেন তাঁদের গাড়ি আটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা। পাথর ছুঁড়েছে। এমনকী জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে জলও ছোড়া হয়েছে। কিন্তু, আমরা বারুইপুরে ঢুকেছি। বিমান বন্দ্যোপাধ্যায়...আপনি দেখুন। আর লুচির মতো ফুলুন। দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। আমি আমার কোনও কর্মী আঘাতপ্রাপ্ত হোক চাই না। আমরা লাঠি সহ্য করেছি। গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়ত। আমার গাড়ি ৩০ বার লাঠিপেটা করা হয়েছে। এবং যত রকম অশ্রাব্য ভাষা থাকে...ভেবেছিল গাড়ি ঘুরিয়ে পালাব। আমরা মোদিজির সৈনিক, হিন্দুর বাচ্চা। কাউকে ভয় করি না। ঔরঙ্গজেবকে ভয় করিনি। চেঙ্গিজ খাঁ-কে ভয় করিনি। তোরা কে হরিদাস পাল যে তোদের ভয় করব। এখানকার পুলিশ-এসপি আপনি আজ যা করলেন তার হিসাব হবে। "
শুভেন্দু আরও বলেন, "ডিজি রাজীব কুমার আর এসপি বারুইপুর ...আপনাদেরও নিয়ে যাব। আমি, আমার সব বিজেপি বিধায়ক বারুইপুর জেলা অফিসে থাকছি। প্রত্যেক কর্মী শান্তিপূর্ণভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন। এসপি অফিসের সামনে যে সভায়...দুই জায়গায় আমার বক্তব্য ছিল। এখানে মাঠে আর এসপি অফিসের সামনে। ওই বক্তব্যটা তোলা থাকল। ২৭ তারিখে আমি ওখানে দেব। এ লড়াই জিততে হবে। বাঁচার লড়াই। তোলাবাজ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। ২৭ তারিখ বারুইপুরে এসপি অফিস অভিযানে দলে দলে যোগ দিন। হিসাব হবে। আপনাদের অনেক রক্ত ঝরেছে। আমার উপর আক্রমণ করুক। মরতে একবার হবে। বাংলার জন্য় মরতে রাজি আছি। আপনাদের রক্ত পড়ুক আমি চাই না। এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না। সিআরপিএফ, সিআইএসএফকে কাজ করতে দেয় না।"