Realme Phones: রিয়েলমি পি৩ আলট্রা ৫জি এবং রিয়েলমি পি৩ ৫জি - এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে। আলট্রা মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ আলট্রা প্রসেসর। অন্যদিকে বেস ভ্যারিয়েন্টে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট। রিয়েলমির এই দুই ফোনেই ৬০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট রয়েছে। আলট্রা ভ্যারিয়েন্টে রয়েছে ৮০ ওয়াটের এআই বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট। রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনে একটি বিশেষ গ্লো-ইন-দ্য-ডার্ক রেয়ার প্যানেল রয়েছে। স্টারলাইট লিঙ্ক প্রসেসের সাহায্যে এই প্যানেল অন্ধকারেও জ্বলজ্বল করবে। রিয়েলমির এই দুই ফোনের জন্য আর্লি বার্ড সেল আজই শুরু হবে। 


ভারতে রিয়েলমি পি৩ আলট্রা ৫জি এবং রিয়েলমি পি৩ ৫জি ফোনের দাম কত 


রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনের দাম ভারতে শুরু হচ্ছে ২৬,৯৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। নেপচুন ব্লু এবং ওরিয়ন রেড - এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোন। এর সঙ্গে থাকছে ভেগান লেদার ফিনিশ এবং গ্লো ইন দ্য ডার্ক লুনার ডিজাইন। 


রিয়েলমি পি৩ আলট্রা ৫জি ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম কমে ২২,৯৯৯ টাকা হতে পারে। ৩০০০ টাকা ব্যাঙ্ক অফার রয়েছে এই ফোনের দামে। আর রয়েছে ১০০০ টাকা এক্সচেঞ্জ অফার। ২৫ মার্চ দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে এই ফোনে। আর প্রি-বুকিং শুরু হবে আজ অর্থাৎ ১৯ মার্চ দুপুর ২টো থেকে। 


রিয়েলমি পি৩ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এর পাশাপাশি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। কমেট গ্রে, নেবুলা পিঙ্ক এবং স্পেস সিলভার- এই তিন রঙের ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি পি৩ ৫জি ফোন। 


এই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ২০০০ টাকা ব্যাঙ্ক অফার পাবেন। বিক্রি শুরু হবে ২৬ মার্চ দুপুর ১২টা থেকে। আর্লি বার্ড সেল শুরু হচ্ছে আজ, ১৯ মার্চ রাত ১০টা থেকে। 


ভারতে রিয়েলমি পি৩ ৫জি এবং রিয়েলমি পি৩ আলট্রা ৫জি- এই দুই ফোন অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর এবং অন্যান্য রিটেল স্টোর থেকে অফলাইনে কেনা যাবে।