ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : একদিন পার। হকের চাকরির দাবিতে সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে লাগাতার অবস্থান-আন্দোলনে ২০১৪-র প্রাথমিক টেট ( TET 2014 ) উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন আন্দোলনকারী। রাস্তাতেই শুয়ে পড়লেন। সহযোদ্ধারা মাথায় হাওয়া-বাতাস দিলেন। বিক্ষোভ ক্ষেত্র থেকে তাঁদের নিয়ে গেন অ্যাম্বুলেন্স। কিন্তু, লড়াই থামার নাম নেই। চাকরি না পাওয়া অবধি থামবে না লড়াই, অনড় তাঁরা।
অবস্থান-বিক্ষোভে অনড়
সোমবার বেলা ১২টা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে চলছে অবিরাম আন্দোলন। উল্টোদিকেই এক বেসরকারি হাসপাতাল। রাতে আন্দোলনকারীদের পুলিশ জানায়, অবস্থানস্থলে ১৪৪ ধারা ( 144 Section ) জারি রয়েছে। হাসপাতালে অ্যাম্বুল্যান্স যেতে-আসতে সমস্যা হচ্ছে। আইন হাতে তুলে না নেওয়ার জন্য বিক্ষোভকারীদের উদ্দেশে মাইকেও আবেদন জানায় পুলিশ। যদিও এরপরও অবস্থান-বিক্ষোভে অনড় প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
একদল ফুটপাথে শুয়ে কাঁদছেন, একদল ঠাঁটা পোড়া রোদ্দুরে বসে রয়েছেন রাস্তায়। একদল, দৌড়চ্ছেন পর্ষদের দিকে। একদল, আন্দোলনস্থলেই অসুস্থ হয়ে পড়লেন। তবুও অবস্থান থেকে এতটুকুও পিছু হঠতে নারাজ । দাবি একটাই, আর কোনও পরীক্ষা নয়। অবিলম্বে দিতে হবে নিয়োগপত্র।
TET-এর চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে, সোমবার দফায় দফায় উত্তাল হয়ে উঠল সল্টলেক করুণাময়ী। বেলা গড়িয়ে সন্ধে, হকের দাবিতে চলতে থাকল আন্দোলন। অবিলম্বে নিয়োগের দাবিতে, সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস অভিযানের ডাক দেয় চাকরিপ্রার্থীরা। দুপুর ১ টা নাগাদ, কয়েকজন আন্দোলনকারী পর্ষদের দিকে এগোতে গেলে, বাধা দেয় পুলিশ। তাদের আটক করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এরপর, হঠাত্ই, করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে, ৩০০ মিটার দূরে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের দিকে ছুটতে শুরু করে। তাঁদের ধরতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে পুলিশ !
হাজার হাজার চাকরিপ্রার্থীর মধ্যে, কাকে ছেড়ে কাকে ধরবে! এরইমধ্যে, পর্ষদের সামনে ফুটপাতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো চাকরিপ্রার্থী। মোবাইল ফোনের টর্চ জ্বেলে শুরু হয় আন্দোলন। বিক্ষোভকারীদের দাবি, ' আমরা বয়কট করছি। আমাদের নিয়োগ দিতে হবে। আমরা ২ বার পরীক্ষা দিয়েছি। ২ বার ইনটারভিউ দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ সিট ফাঁকা আছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা আছে। তবুও কাদের জন্য আমাদের নিয়োগ আটকে আছে?'
আন্দোলনকারীদের অপরদল, করুণাময়ী মোড়ে রাস্তা অবরোধ করে, বিক্ষোভ দেখাতে থাকে। আরেক বিক্ষোভরত চাকরিপ্রার্থী জানালেন, ' আমাদের হকের চাকরি আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আমি ৮ বছর ধরে বঞ্চিত।' আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা প্রত্যেকেই ২০১৪-র TET পাস। ইন্টারভিউতেও ডাক পেয়েছেন। কিন্তু হয়নি চাকরি।
এরইমধ্যে, চলতি বছরে, নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে, বলা হয়েছে, ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণরা অংশ নিতে পারবেন। কিন্তু একবার TET পাস করার পর, আর কতবার ইন্টারভিউ দিতে হবে? আর কতদিন অপেক্ষা করতে হবে?
চলতি বছর, যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তা বয়কটের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীরা।
Education Loan Information:
Calculate Education Loan EMI