সৌভিক মজুমদার, কলকাতা : নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার বাড়িতে ২০২২-এর টেটের ওএমআর শিট। সূত্রের দাবি, আরটিআই করে এগুলো পাওয়ার দাবি করেছেন কুন্তল। আর, এনিয়েই বিস্ময়প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কী করে কুন্তলের কাছে OMR শিট এবং অ্যাডমিট কার্ড গেল? তা ED-কে ডেকে জিজ্ঞাসা করব।


নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের। রাজারহাটের ফ্ল্যাট থেকে প্রায় ২০০টি OMR শিট পাওয়া গেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয হল, ED সূত্রে দাবি, এর মধ্য়ে মধ্যে রয়েছে ২০২২ সালের TET-এর ৩০টি OMR শিটও। অর্থাৎ মাত্র দেড় মাস আগে যে টেট হয়েছে, তারও OMR শিট। আর তাই জোরাল প্রশ্ন উঠছে, নিয়োগ দুর্নীতি নিয়ো এত তোলপাড়, এত তদন্ত, এত গ্রেফতার, এত প্রতিবাদ, এত সমালোচনার পরও কি অর্থের বিনিময়ে চাকরি বিক্রির চক্র রমরমিয়ে চলছে? এখনও চক্র নির্ভয়ে কাজ করছে? এত ভরসা তারা পাচ্ছে কোথা থেকে ?

আরও পড়ুন :


 'আমি এদের কিছুটা জমি দিয়ে আন্দামান পাঠিয়ে দেব' কাকে হুঁশিয়ারি বিচারপতির



সূত্রের দাবি, OMR শিটের বিষয়ে প্রশ্ন করা হলে, যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল দাবি করেন, RTI-করে এই OMR শিটগুলো বের করেছি। তখন কুন্তলকে জিজ্ঞাসা করা হয়, কেন RTI-করে এতগুলো OMR শিট বের করেছেন? সূত্রের দাবি এবিষয়ে কোনও উত্তর দেননি ধৃত যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল।

ইডি সূত্রে দাবি, RTI করার কোনও প্রমাণ আছে কি না, তাও কুন্তলের কাছে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু, এ বিষয়েও তিনি কোনও সদুত্তর দেননি বলে সূত্রের দাবি। এই অবস্থায় ED-র অফিসাররা মনে করছেন, তদন্তকে বিভ্রান্ত করতেই RTI-এর কথা বলছেন কুন্তল। এই অবস্থায়, এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কী করে কুন্তলের কাছে OMR শিট এবং অ্যাডমিট কার্ড গেল? তা ED-কে ডেকে জিজ্ঞাসা করব।

তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আদালতে বলা হয়, ' আমরা বিস্মিত। নিরাপত্তা নিশ্চিত করার এত চেষ্টা করার পরেও এই ধরনের জঘন্য ঘটনা ঘটেছে। কুন্তল ঘোষের কাছ থেকে ১৮৯টি OMR শিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গেছে। আমরা OMR শিটের কপি পরীক্ষার্থীদের দিয়েছি। কারণ, যখন ফলাফল বের হবে, তখন যেন প্রার্থীরা উত্তর যাচাই করতে পারেন। কোনও প্রার্থী যদি এগুলো জেরক্স করে কাউকে দেন, আমরা কি করতে পারি? আমাদের তরফ থেকে কোনও খামতি নেই। আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। ' 

তখন বিচারপতি বলেন, ' কিছু দালাল এখনও চাকরি বিক্রির চেষ্টা করছে, আর কিছু দালাল তাদের আড়াল করার। ' 
ইডি সূত্রে দাবি, যে সব চাকরি প্রার্থীর OMR-শিট পাওয়া গেছে, তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি, তাপস মণ্ডলের দেওয়া ৩৮৫ জনের তালিকার সঙ্গেও এই নামগুলির মিল আছে কি না, তা খতিয়ে দেখা হবে।