কলকাতা: পাঁচ দিন ব্যাপী দীর্ঘ উইকেন্ড শেষ। কেমন ব্যবসা করল শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি 'পাঠান' (Pathaan)। বলাই বাহুল্য প্রথম চার দিনে বক্স অফিসে যে ঝড় তুলেছিল সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত এই ছবি, সেই ধারা অব্যাহত রইল পঞ্চম দিনেও। প্রত্যাশা মিটিয়ে রবিবারও দুর্দান্ত আয় করেছে 'পাঠান'-এর হিন্দি সংস্করণ (Hindi Version)। হলিউড ওয়েব সিরিজ় 'মেয়ার অফ ইস্টটাউন' (Mare of Easttown)-এর আদলে এবার করিনা কপূরের (Kareena Kapoor)-এর নতুন ছবি ‘বাকিংহাম মার্ডার্স’- (The Buckingham Murders)। পরিচালনার দায়িত্বে রয়েছেন হংসল মেটা (Hansal Mehta)। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষ করে ফেলেছেন অভিনেত্রী। তাঁর প্রথম লুক সামনে আসার পরেই অনুরাগীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। তবে এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির দিন। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
দেশে ২৭১ কোটির ব্যবসা 'পাঠান'-এর
পাঁচ দিন ব্যাপী দীর্ঘ উইকেন্ড শেষ। কেমন ব্যবসা করল শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি 'পাঠান' (Pathaan)। বলাই বাহুল্য প্রথম চার দিনে বক্স অফিসে যে ঝড় তুলেছিল সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত এই ছবি, সেই ধারা অব্যাহত রইল পঞ্চম দিনেও। প্রত্যাশা মিটিয়ে রবিবারও দুর্দান্ত আয় করেছে 'পাঠান'-এর হিন্দি সংস্করণ (Hindi Version)। বক্স অফিসে সুনামি তৈরি করেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত 'পাঠান'। প্রথম থেকেই এই ছবি নিয়ে উত্তেজনা ছিল চরমে, যার বাস্তবায়ন হল বক্স অফিসে।
‘ভ্যাম্পায়ার ডায়েরিজ়’-এর অভিনেত্রী প্রয়াত
প্রয়াত অভিনেত্রী অ্যানি ওয়ারশকিং (Annie Wersching)। টেলিভিশন শো 'ভ্যাম্পায়ার ডায়েরিজ' (Vampire Diaries)-এর জন্য জনপ্রিয় ছিলেন তিনি। মাত্র ৪৫ বছর বয়সেই থামল তাঁর অভিনয় সফর, ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। আজ অভিনেত্রীর প্রয়াণের খবর জানান তাঁর স্বামী। সোশ্যাল মিডিয়ায় তাঁর চলে যাওয়ার খবর দিয়ে স্বামী স্টিফেন ফুল লেখেন, 'আজ পরিবারের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। কিন্তু সেই ক্ষত ভরার জন্য জিনিসেও ও রেখে গেল নিজেই। খুব সাধারণ জিনিসেও অবাক হওয়ার মতো, ভালবাসার মতো অনুভূতি খুঁজে পেত ও। নাচ করার জন্য ওর মিউজিকের প্রয়োজন হত না। ও বোধহয় হারিয়ে গেল অ্যাডভেঞ্চার করে ওকে খুঁজে পাওয়ার জন্য। কখনও না কখনও আমরা খুঁজে পাব ওকে। আমি আমার দুই ছেলেকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। শেষবারের মতো বিদায় জানালাম ওকে। বিদায় বন্ধু, তোমার পরিবার তোমায় ভালবাসে।'
কেট উইনস্লেটের অভিনীত চরিত্রে দেখা যাবে করিনা কপূরকে
হলিউড ওয়েব সিরিজ় 'মেয়ার অফ ইস্টটাউন' (Mare of Easttown)-এর আদলে এবার করিনা কপূরের (Kareena Kapoor)-এর নতুন ছবি ‘বাকিংহাম মার্ডার্স’- (The Buckingham Murders)। পরিচালনার দায়িত্বে রয়েছেন হংসল মেটা (Hansal Mehta)। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষ করে ফেলেছেন অভিনেত্রী। তাঁর প্রথম লুক সামনে আসার পরেই অনুরাগীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। তবে এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির দিন। এই ছবিতে করিনার চরিত্র এক মায়ের। আবার তিনি একজন গোয়েন্দাও! ইংল্যান্ডে বাকিংহামশায়ারের ছোট্ট এক শহরে খুনের কিনারা করতে গিয়েছেন তিনি। আর তারপরে ঘটনার ঘনঘটায় এগিয়ে যেতে থাকে ছবির গল্প। কেট উইনস্লেট যে চরিত্রে অভিনয় করেছিলেন, এবার সেই চরিত্রেই দেখা যাবে করিনা কপূরকে।
কঙ্গনা উরফির মধ্যে ট্যুইটযুদ্ধ
গতকাল অর্থাৎ রবিবার সোশ্যাল মিডিয়ায় 'পাঠান' (Pathaan) ছবির প্রশংসা করেছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আর সেই সূত্রেই তুলে ধরেছিলেন, ধর্ম নিরপেক্ষভাবে ভারতীদের অভিনেতা অভিনেত্রীদের ভালবাসার প্রবণতা। কিন্তু সেই প্রশংসার জন্যও উরফি জাভেদের (Urfi Javed)-এর কটাক্ষের মুখে পড়লেন কঙ্গনা! পাল্টা উত্তর দিলেন তিনিও। কঙ্গনার এই ট্যুইটের পাল্টা ট্যুইট করে আজ উরফি জাভেদ লিখেছেন, 'হায় ভগবান। হিন্দু অভিনেতা, মুসলিম অভিনেতা.. এইসব বিভাজন কেন? শিল্পের কখনও শ্রেণী বিভাজন হয় না। ওঁরা শুধু অভিনেতা।' ছাড়ার পাত্রী নন কঙ্গনাও। উরফির ট্যুইটের পাল্টা তিনি লেখেন, 'প্রিয় উরফি, সত্যিই এইসব শ্রেণীবিভাজন না থাকলে আমাদের ভারত আরও সুন্দর হতো। এই জাতিকে শ্রেণী বিভক্ত করতে দিয়েছে আমাদের সংবিধানই। আমরা যতদিন না ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) পাব, আমাদের শ্রেণী বিভাজন থাকবে। এসো আমরা নরেন্দ্র মোদির কাছে ইউনিফর্ম সিভিল কোড-এর দাবি জানাই। ২০২৪-এর ম্যানিফেস্টোয় যেন ইউনিফর্ম সিভিল কোড-এর কথা থাকে। আমরা কি এটা পারি?'
আরও পড়ুন: Shehzada: 'পাঠান'কে বিশেষ সম্মান 'শেহজাদা'র, পিছিয়ে গেল মুক্তির তারিখ
ইউটিউবে সবচেয়ে বেশি শোনা হয়েছে অলকা ইয়াগনিকের গান
ফের বলিউডের (Bollywood) জয়জয়কার। জনপ্রিয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিকের (Bollywood playback Singer Alka Yagnik) মুকুটে নয়া পালক। ২০২২ সালে ইউটিউবে (YouTube) সবচেয়ে শোনা হয়েছে তাঁর গান। পিছনে ফেলেছেন 'বিটিএস' (BTS) ও টেইলর স্যুইফটের (Taylor Swift) মতো আন্তর্জাতিক শিল্পীদের। 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস' (Guinness Book Of World Records) অনুযায়ী, গোটা বিশ্বজুড়ে ইউটিউবে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া শিল্পী হচ্ছেন অলকা ইয়াগনিক। সঙ্গীতশিল্পীর গান ১৫.৩ বিলিয়ন স্ট্রিম রেকর্ড করেছে অর্থাৎ গড়ে প্রত্যেকদিন ৪২ মিলিয়ন স্ট্রিম হয়েছে। ২০২১ ও ২০২০ সালেও এই তালিকায় শীর্ষে ছিলেন বলিউড সঙ্গীতশিল্পীরাই, স্ট্রিম হয়েছিল যথাক্রমে ১৭.৭ বিলিয়ন ও ১৬.৬ বিলিয়ন।
অসুস্থ রণবীর কপূরের নায়িকা ইলিয়েনা
অসুস্থ অভিনেত্রী ইলিয়েনা ডি'ক্রুজ (Ileana D'Cruz), হাসপাতালের বিছানায় শুয়ে সেই খবর দিলেন নিজেই! সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানা থেকে নিজের ছবি শেয়ার করে নিয়েছিলেন ইলিয়েনা। সেখানে দেখা গিয়েছিল, তাঁর হাতে ব্যান্ডেজ, স্যালাইন দেওয়া হচ্ছে অভিনেত্রীকে। সূত্রের খবর, শরীরে হঠাৎ জলের পরিমাণ কমে যায় ইলিয়েনার। আর তাই সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ৩ বোতল আইভি ফ্লুইড বা স্যালাইন দেওয়া হয় তাঁকে। এখন কিছুটা স্থিতিশীল তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরের আপডেটের খবরও ভাগ করে নিয়েছেন রণবীর কপূরের বিপরীতে অভিনয় করা নায়িকা।