কলকাতা: 'মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, রাজ্য সরকারের প্রতিটি বিভাগকে ধন্যবাদ, সচ্ছতার সঙ্গে পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, তাঁকে ছাড়া টেট সম্পন্ন হত না।' শনিবার টেট শেষে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন পর্ষদ সভাপতি গৌতম পাল। গত কয়েকমাসে টেট-দুর্নীতি নিয়ে তুমুল উথালপাথাল দেখেছে রাজ্যবাসী। এই প্রেক্ষাপটে আজ কয়েক লক্ষ পরীক্ষার্থী যখন টেট দিতে বসল। দিনভর এদিকেই নজর ছিল সবার। গতকাল পর্ষদ সভাপতি আবার বিস্ফোরক দাবি করেছিলেন, কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। তবে আজ একেবারে অন্যসুরেই জানালেন নির্বিঘ্নে হয়েছে পরীক্ষা। ধন্য়বাদ জানালেন মুখ্য়মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকারের সমস্ত বিভাগকে। 


 ৫ বছর পরে প্রাথমিকের টেট: দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ৫ বছর পরে আজ রাজ্যে প্রাথমিকের টেট হল। পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার। বেলা ১২টা থেকে শুরু টেট। পরীক্ষা নির্বিঘ্নে করতে, পরীক্ষা শুরুর আগে সকাল ১১টা থেকে ৬টি জেলার একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করে নবান্ন। দুই মেদিনীপুর, দুই দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর। তথ্য জানানোর জন্য পর্ষদ কন্ট্রোল রুম চালু করা হয়েছিল। 


কোথাও বায়োমেট্রিক, কোথাও অ্যাডিমিট কার্ড বিভ্রাট: তবে ৫ বছর পরে টেট, তাও নির্বিঘ্নে হল না বলেই দাবি করছে অন্যপক্ষ। কোথাও পরীক্ষা শেষের পরে বায়োমেট্রিক, কোথাও অ্যাডিমিট কার্ড বিভ্রাট! দিনভর টেট নিয়ে পরীক্ষার্থীদের চূড়ান্ত ভোগান্তি। বিভ্রাটের অভিযোগ উড়িয়ে সুষ্ঠুভাবে পরীক্ষার দাবি পর্ষদ সভাপতির। পরীক্ষা বানচাল করতে বিরোধীদের চক্রান্তের বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রীর। 


পরীক্ষার্থীদের সমস্যা: নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই শেষ হল প্রাথমিকের টেট। তবে ব্যাগ নিয়ে ঢোকার অনুমতি না মেলায় সমস্যায় পড়লেন বহু পরীক্ষার্থী। বোলপুরে পথ অবরোধ করলেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে ব্যাগ নিয়ে ঢুকতে গিয়ে হিন্দু স্কুলেও বাধা মুখে পড়েন পরীক্ষার্থীরা। পরে দুই স্কুলেই সিদ্ধান্ত বদল করে কর্তৃপক্ষ।


TET-এর অ্যাডমিট কার্ডে ঠিকানা ভুল থাকায় চরম ভোগান্তিতে পড়তে হল পরীক্ষার্থীদের। কেউ দেরি করে পৌঁছলেন পরীক্ষাকেন্দ্রে। কারও আবার পরীক্ষাই দেওয়া হল না। যদিও, পর্ষদ সূত্রে দাবি করা হয়েছে, পরিবর্তিত পরীক্ষা কেন্দ্রের কথা ওয়েবসাইটে জানানো হয়েছিল।


রবিবার শেষ হল অপেক্ষার টেট। নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায় কলকাতার কয়েকটি জায়গায়। কোথাও সকাল ১১টার পর, কোথাও আবার পৌনে বারোটার পর পরীক্ষাকেন্দ্রে ঢোকার ছাড়পত্র দেওয়া হল দেরিতে পৌঁছনো পরীক্ষার্থীদের। 


টেট শুরুর আগে বহরমপুরে যানজটের কবলে পড়লেন বহু পরীক্ষার্থী। কয়েক কিলোমিটার হেঁটে পরীক্ষা কেন্দ্রে যান বেশ কয়েকজন। গাড়িতে আটকে পড়েন ইনভিজিলেটররাও। অন্যদিকে বাঁকুড়ায় প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি।


আশঙ্কাপ্রকাশ করেছিলেন পর্ষদ সভাপতি। বলেছিলেন, পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আজ TET নিয়ে শিক্ষামন্ত্রী বললেন, পরীক্ষা হয়েছে নির্বিঘ্নেই। এই অবস্থায়, পর্ষদ সভাপতির আশঙ্কাপ্রকাশ নিয়ে কটাক্ষ করেছে বিরোধিরা। টেটে বিঘ্ন ঘটানোর চেষ্টা হচ্ছে বলে আগেই অভিযোগ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি। প্রশ্ন জানতে 10 লক্ষ টাকা চেয়ে ফোন আসছে, পরীক্ষা শুরুর আগে চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী।