কলকাতা: দিনতিনেক আগে শারীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিক্ষোভের পর এবার দ্রুত নিয়োগের দাবিতে পথে নামলেন '২২-র উত্তীর্ণ টেটপ্রার্থীরা (TET Agitation)। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা। দিনতিনেক আগেই শারীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম বেঁধেছিল হাজরা মোড়ে। আজ পথে '২২-র উত্তীর্ণ টেটপ্রার্থীরা।


টেটের ফলপ্রকাশ...
চলতি বছর, ১০ ফেব্রুয়ারি, নিয়োগ দুর্নীতির তদন্তের মধ্যেই ফলপ্রকাশ হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষার। বিকাশভবনে সে দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, 'বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের ভরসা দিতে পর্ষদ একাধিক যুগান্তকারী একাধিক পরিবর্তন এনেছে। নিয়োগে স্বচ্ছতা আনতে সচেষ্ট রাজ্য সরকার।' প্রসঙ্গত, নিয়োগ-দুর্নীতির পরতে পরতে জালিয়াতির অভিযোগ ওঠে কুন্তল ঘোষের বিরুদ্ধে। সিবিআই সূত্রে দাবি করা হয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাম দেখিয়ে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতেন কুন্তল। টাকা নিয়ে পর্ষদের ওয়েবসাইটে উত্তীর্ণ দেখানোর পরে উধাও হয়ে যেত সেই চাকরিপ্রার্থীদের নাম। কী ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফেল করা চাকরিপ্রার্থীদের নাম আপলোড করা হত? তবে কি ভুয়ো ওয়েবসাইট খুলে চাকরিপ্রার্থীদের নাম আপলোড করে প্রতারণা করতেন কুন্তল? নাকি এটা পর্ষদের একাংশের গভীর ষড়যন্ত্রের অংশ? জানতে চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এর মধ্যেই দ্রুত নিয়োগের দাবিতে পথে নামলেন '২২-র উত্তীর্ণ টেটপ্রার্থীরা। একই ভাবে নিয়োগের দাবিতে আন্দোলনে রয়েছেন ২০১৪-র টেট প্রার্থীরা। ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির নীচে ধর্নার এক বছর পার করলেন তাঁরা। নিয়োগের দাবিতে টানা আন্দোলন চলছে ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরি প্রার্থীদের।


আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ...
সম্প্রতি SLST চাকরিপ্রার্থীদের পর পথে নেমেছিলেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। সেদিন চাকরিপ্রার্থীদের বিক্ষোভ (Agitation) ঘিরে সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। একটা সময় মাসের পর মাস রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ জানিয়ে আসছিলেন চাকরি প্রার্থীদের দল। সেই প্রতিবাদ বিক্ষোভ নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর আরও বেড়ে যায়। একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে। কোটি কোটি টাকা নিয়ে নিয়োগের দুর্নীতির কাণ্ডে নাম জড়ায় রাজ্যের একের পর এক হেভিওয়েটের। সেই তালিকায় কে নেই ! এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট নিয়েও কম বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসেনি। মূলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের নির্দেশের পর এই মামলা বেগ পায়। যদিও সেই মামলাতেই পাল্টা চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল। তবে তা ধোপে টেকেনি। প্রকাশ্যে আসে তালিকা। 
কিন্তু স্বাভাবিক ছন্দে নিয়োগ হবে কবে? সেই অপেক্ষায় দিন কাটছে বহু বিক্ষোভকারীর। উত্তর এখনও অধরা।


 


আরও পড়ুন:'হর ঘর তিরঙ্গা' বাইক ব়্যালি দিয়ে শুরু ৭৬ তম স্বাধীনতা দিবসের উদযাপন