নয়াদিল্লি: আর কয়েকদিন পরেই দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস (Independent Day)। আর তার আগেই রাজধানীতে (Delhi) শুরু হয়ে গেল উদযাপন। শুক্রবার সকালে জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) দিল্লির (Delhi) প্রগতি ময়দান থেকে 'হর ঘর তিরঙ্গা' বাইক র্যালিতে অংশগ্রহণ করে পতাকা প্রদর্শন করেন। এ দিন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, অনুরাগ ঠাকুর, শোভা করন্দলাজ, পীযূষ গোয়েলসহ এবং অন্যান্যরা কেন্দ্রীয় মন্ত্রীরাও এই সমাবেশে অংশ নেন।
উল্লেখ্য, গত বছর ৭৫তম স্বাধীনতা দিবস (Independent Day) উদযাপনে শুরু হয়েছিল ‘হর ঘর তিরঙ্গা অভিযান’ দিয়ে। ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) (Central Government) এই অভিযানটি শুরু করেন। এই বছর ৭৬ তম স্বাধীনতা দিবসের আগেও রাজধানীতে একটি বাইক র্যালির মাধ্যমে প্রচারটি আবার শুরু হয়েছিল। জনগণের অংশগ্রহণ আকর্ষণ করতে তারা বাইকে জাতীয় পতাকা লাগিয়ে প্রগতি ময়দান চত্বরে জড়ো হন। গতবছর ১ আগস্ট পর্যন্ত প্রায় ৫৩ লাখ পতাকা লাগানো হয় দেশজুড়ে। পাশাপাশি অভিযানের অঙ্গ হিসেহে জাতীয় পতাকার সঙ্গে প্রায় ৭ লাখেরও বেশি সেলফি তুলে তা আপলোড করা হয়েছিল প্রদত্ত পোর্টালে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন সিংহ মেঘওয়ালের আবেদন, প্রত্যেক দেশবাসীর ১৫ অগাস্ট ও ২৬ জানুয়ারিতে নিজেদের বাড়িতে তিরঙ্গা লাগানো উচিত। তিনি বলেছেন, 'প্রত্যেক দেশবাসীর কর্তব্য বাড়িতে জাতীয় পতাকা লাগানো। চলতি বছরের ১৫ অগাস্ট আজাদি কা মহোৎসব উৎযাপন শেষ হচ্ছে, তাই মুহূর্তটাকে বিশেষ বানানো সকলের দায়িত্ব।' আজাদি কা মহোৎসব উৎসবের উপযাপনের কথা মাথায় রেখে প্রত্যেক দেশবাসীকে নিজেদের বাড়িতে তিরঙ্গা টাঙানোর কথা বলেছেন অনুষ্ঠানে হাজির অপর কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিও।
'হর ঘর তেরঙ্গা' গত বছর এক অভাবনীয় সাফল্য পেয়েছিল। অনেক নাগরিক তাঁদের বাড়িতেই জাতীয় পতাকা লাগিয়েছিলেন। চলতি বছরের আজাদি কা মহোৎসবের উপযাপনের কথা মাথায় রেখে আগামী ১৩ থেকে ১৫ অগাস্ট প্রত্যেক দেশবাসীকে তাঁদের বাড়িতে তিরঙ্গা টাঙানোর আর্জি জানানো হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন