বনগাঁ: বাগদাকাণ্ডের মতোই এবার টেট-দুর্নীতির (TET Scam) অভিযোগ উঠল বনগাঁর (Bangaon News) চন্দনের বিরুদ্ধে। নাম না করে তৃণমূলের (TMC) আদিবাসী সংগঠনের নেতার বিরুদ্ধে চাকরি ও বদলি করানোর নামে টাকা নেওয়ার অভিযোগে ফেসবুক পোস্ট। অভিযুক্ত তৃণমূল নেতা বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী। ফেসবুকে পোস্টে সিবিআই তদন্তেরও দাবি জানানো হয়েছে (North 24 Parganas News)।
টেট দুর্নীতিতে নাম সামনে এল আরও এক চন্দনের
তবে দুর্নীতি-যোগ অস্বীকার করে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযুক্তকে গ্রেফতার করলে জানা যাবে তৃণমূলের রাঘব বোয়ালদের নাম, কটাক্ষ বিজেপির। অভিযোগ থাকলে প্রশাসনের দ্বারস্থ হোক অভিযোগকারীরা, প্রতিক্রিয়া শাসকদলের।
এর আগে বাগদা থেকে প্রাথমিক দুর্নীতি কাণ্ডে চন্দন মণ্ডলের নাম উঠে এসেছিল। সে কথা ফাঁস করেছিলেন রাজ্যের প্রাক্তন অনগ্রসর ও শ্রেণিকল্যাণ মন্ত্রী তথা সিবিআই-এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস। তিনি জানিয়েছিলেন, মোটা টাকার বিনিময়ে চাকরি করে দিতেন চন্দন। এতটাই প্রতিপত্তি তাঁর, যে কাউকে খালি হাতে ফিরতে হয়নি।
সম্প্রতি কলকাতা হাইকোর্টেও নিজের দাবিতে অটল থাকতে দেখা যায় উপেনকে। তিনি বলেন, "আমি একজন CBI’এর প্রাক্তন আধিকারিক হয়েও এতটাই অসহায় যে, একজন কনস্টেবলকেও কোনও সাহায্যর জন্য বলতে পারি না। এটা কোনও ডাকাতির মামলা নয়। লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের বিষয়। তাই আমি এই বিষয়ে সরব হয়েছি।"
টেট দুর্নীতিতে চাঞ্চল্যকর অভিযোগ
এত দিন কেন চন্দনের নাম খোলসা করেননি জানতে চাইলে উপেন জানান, মন্ত্রীদের সঙ্গে ওঠাবসা রয়েছে চন্দনের। মন্ত্রীর বাড়িতে কেউ মারা গেলে শ্রাদ্ধের মাছের দায়িত্ব নেন চন্দন। তাঁর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কপালে হাত ঠেকান সাধারণ মানুষ জন। এত দিন পর এ নিয়ে মুখ খুললেন কেন জানতে চাইলে বলেন, "এই দুর্নীতির জালের কেন্দ্রবিন্দুতে যে মাকড়সা আছে, তাকেও ধরুক CBI। এটা একটা সংগঠিত অপরাধ। এটা একজন ব্যক্তি সংগঠিত করতে পারেন না।" তার পরই বাগদায় আরও এক চন্দনের নাম উঠে এল টেট মামলায়।