আজ থেকে শুরু হল উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ, আদালতের নির্দেশে ১,৫৮৫ জনের ডাক

ইন্টারভিউ যাঁরা দিতে এসেছেন, তাঁদের একটাই প্রশ্ন, নিয়োগ হবে কবে? আদালত খুললে, ২ সপ্তাহ পর মেধাতালিকা জমা দেওয়া হবে বলে জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান।  

Continues below advertisement

কলকাতা: ৮ বছরের অপেক্ষা। এখনও নিয়োগপত্র পাননি কেউ। ২০১৪ সালে বিজ্ঞপ্তি জারি হয়। আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় ২০১৫-তে। ইন্টারভিউ দেওয়ার পরও বাতিল হয় প্যানেল। শেষপর্যন্ত আদালতের নির্দেশে অভিযোগ জানিয়ে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন ১ হাজার ৫৮৫ জন। স্কুল সার্ভিস কমিশনের অফিসে আজই শুরু হল ইন্টারভিউ। তবে ইন্টারভিউ যাঁরা দিতে এসেছেন, তাঁদের একটাই প্রশ্ন, নিয়োগ হবে কবে? আদালত খুললে, ২ সপ্তাহ পর মেধাতালিকা জমা দেওয়া হবে বলে জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। 

Continues below advertisement

গত সেপ্টেম্বরে হাইকোর্টের নির্দেশে, ২০১৪-এর টেট পরীক্ষার্থীদের আজ ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। ১৮৭ জনের তালিকা প্রকাশ করে বোর্ড। রাজ্যের বিভিন্ন জেলা থেকে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে ভিড় করেন টেট চাকরিপ্রার্থীরা। দীর্ঘ লড়াইয়ের পর, ইন্টারভিউয়ে সফল হলে চাকরি মিলবে বলে আশা। 

হাইকোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের। ১৮৭ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৯ সেপ্টেম্বর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউয়ের ডাক দেওয়া হয়েছে। সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কতজনের নিয়োগ? ১৮৭ জনকে নিয়োগ করার জন্য ৩ বার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের টেট পরীক্ষার প্রেক্ষিতে নিয়োগ করার নির্দেশ ছিল।

কোন মামলা: পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল নিয়ে দায়ের হয়েছিল মামলা। প্রাথমিক ভাবে ১৮৭ জনকে টেট অনুত্তীর্ণ বলে ঘোষণা করা হলেও, ২০২১ সালের ডিসেম্বরে টেট উত্তীর্ণ বলে ঘোষিত হন ১৮৭ জন। তার প্রেক্ষিতে হাইকোর্টে দায়ের হয় মামলা।

প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া পাঁচটি নির্দেশই বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। 

সিঙ্গল বেঞ্চের পুনরাবৃত্তি ডিভিশন বেঞ্চে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রইল ডিভিশন বেঞ্চে।

CBI তদন্তের নির্দেশেই সিলমোহর দিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। বহাল রইল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণ এবং মানিক ভট্টাচার্যর ও তাঁর পরিবারের সম্পত্তির হিসাব পেশের নির্দেশও দিয়েছিলেন।

এদিকে করুণাময়ীতে গভীর রাতে পুলিশি অভিযান চলে। ঘটনাকে কেন্দ্র করে করুণাময়ীতে ধুন্ধুমার বাধে। ৮৪ ঘণ্টার মাথায় চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ। ২০১৪-র টেট উত্তীর্ণদের অভিযোগ, তাঁদের ৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।  ভোররাতে আটক চাকরিপ্রার্থীদের পুলিশ বাসে করে এনে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে ছেড়ে দেয়। তবে এ সব কিছুর পরও পিছু হটতে নারাজ তাঁরা। আজ ভোরেই ২০১৪-র টেট উত্তীর্ণদের একাংশ শিয়ালদা স্টেশন চত্বর থেকে ফিরে যান ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তাঁদের অবস্থান মঞ্চে। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। সেইসঙ্গে আন্দোলনকারী মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের প্রশ্ন, পুলিশ কীভাবে মহিলা আন্দোলনকারীদের ভোররাতে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে ছেড়ে দিল? তাঁদের নিরাপত্তা দেখবে কে? 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola