পুরুলিয়া: পুরুলিয়া মেডিক্যালে SNCU-তে টিটেনাসের জীবাণু! নমুনা পরীক্ষা করে টিটেনাসের জীবাণু পেল মাইক্রোবায়োলজি বিভাগ। টিটেনাসের জীবাণু পেতেই এসএনসিইউতে রোগী ভর্তি বন্ধ করা হয়েছে। 'জীবাণু মুক্ত করা হবে SNCU, শিশুদের ভর্তি করা হচ্ছে NICU-তে', খবর সূত্রের। 


পুরুলিয়ার দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুকোমল বিষয়ী বলেন, 'নিয়মমতো পরীক্ষা করা হয় যে SNCU-তে কোনও জীবাণু সংক্রমণ হয়েছে কিনা। কিছুদিন অন্তরই নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এরই মধ্যে যে নমুনা নেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে সেখানে টিটেনাসের জীবাণু রয়েছে। তার জন্য় আমরা সিদ্ধান্ত নিয়েছি গোটা SNCU-তে জীবাণুমুক্ত করা হবে।' এই কারণেই আপাতত অন্যত্র সরানো হচ্ছে রোগীদের। নিওনেটাল ওয়ার্ড এবং আরও কিছু জায়গায় রোগীদের সরানো হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এই পরিস্থিতিতে রোগীভর্তিতে কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, রোগী ভর্তি বন্ধ করা হবে না। কিছু কিছু ক্ষেত্রে ভর্তি করা প্রয়োজনীয় মনে না করা হলে রোগী ভর্তি নেওয়া হবে না। যদি মনে হয় রোগী ভর্তি করতেই হবে কিন্তু এখানে শয্যা নেই, সেক্ষেত্রে যাত্রীনিবাস ভবনে শিশুবিভাগ চলে, সেখানে ভর্তি করা হবে বলে জানিয়েছেন মেডিক্য়ালের সুপার সুকোমল বিষয়ী।


কতদিন এমন চলবে
আপাতত এক সপ্তাহ এমন ভাবেই চলবে। তারপর ফের নমুনা নেওয়া হবে SNCU থেকে। যদি জীবাণুমুক্ত করার পরেও এই সমস্যা থাকে। তাহলে সেভাবে পদক্ষেপ করা হবে। 


টিটেনাস এক ধরনের সংক্রমণ। যা ক্লসট্রিডিয়াম টেটানি নামের একটি ব্য়াকটেরিয়া থেকে হয়ে থাকে। এই ব্যাকটেরিয়া শরীরে ঢুকলে একটি টক্সিন তৈরি করে যার জন্য পেশিতে খিঁচুনি তৈরি হয় এবং ভয়াবহ ব্যথা হয়ে থাকে। এতে সংক্রমিত হলে আক্রান্তে ঘাড় ও চোয়ালের পেশি এতটাই শক্ত হয়ে যায় যে ঘাড় ও মাথা ঘোরানো যায় না। এই টিটেনাস সংক্রমণ ঠেকানোর জন্য টিটেনাস ভ্যাকসিনও রয়েছে, যা সস্তা এবং সহজলভ্য়। সাধারণত কোথাও কেটে গেলে, রক্তপাত হলে সংক্রমণ ঠেকাতে এই ভ্যাকসিন নেওয়ার কথা বলা হয়। 


নবজাতকদের চিকিৎসার জন্য SNCU অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি মেডিক্যাল কলেজের SNCU-তে এমন ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়ায় তা যথেষ্ট উদ্বেগের। কবে জীবাণুমুক্ত করা হয় এবং কবে থেকে আবার পরিষেবা স্বাভাবিক হবে তার দিকেই তাকিয়ে সাধারণ বাসিন্দারা।


আরও পড়ুন: শান্তিনিকেতনে হচ্ছে না পৌষমেলা! কেন এই সিদ্ধান্ত বিশ্বভারতীর?