কলকাতা: ফের নতুন ধারাবাহিকে অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'কথা' আর সেখানেই নামভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। শেষবার 'পঞ্চমী'- ধারাবাহিকে দেখা গিয়েছিল সুস্মিতাকে। কিছুটা কাল্পনিক ও রূপকথা মেশা এই ধারাবাহিক শেষ হয়েছে কয়েকমাস আগেই। আর এবার এক নতুন প্রেমের গল্পে দেখা যাবে অভিনেত্রীকে। তাঁর বিপরীতে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য্য (Saheb Bhattacharyya)।
এই ধারাবাহিকের গল্প দুই পৃথিবীর দুই মানুষকে নিয়ে। একদিকে গাছ প্রেমী ঘরোয়া এক কন্যা, নাম কথা। অন্যদিকে গল্পের নায়ক রান্না-পাগল। বাকি কোনোদিকেই তাঁর মন নেই। এই দুই মানুষের আলাপই হয় কড়া টক্কর দিয়ে। এরপরে কোন পথে যাবে তাঁদের সম্পর্ক, সেই গল্পই বলবে কথা। এর আগে সুস্মিতার 'বৌমা একঘর' বা 'পঞ্চমী' দুইই তেমনভাবে মন জয় করতে পারেনি দর্শকদের। খুব কম সময়েই বন্ধ হয়ে গিয়েছিল বৌমা একঘর। লম্বা সময় পর্যন্ত চলা ধারাবাহিকের দলে নাম লেখাতে পারেনি পঞ্চমীও। তবে ফের সুস্মিতার নতুন ধারাবাহিক আসছে প্রাইম টাইমেই।
আজ প্রকাশ্যে এল এই ধারাবাহিক সম্প্রচারের সময়। ১৫ ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধে সাতটার স্লটে দেখানো হবে এই ধারাবাহিক। এই স্লটে আগে সম্প্রচার করা হত ধারাবাহিক তুঁতে-র । রঙ্গন ও তুঁতের সংসারের গল্প প্রথমদিকে টিআরপি পেলেও, বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি বেশ কমের দিকেই। আর তাই, রাতের দিকের স্লট দেওয়া হয়েছে এই ধারাবাহিককে। সেই জায়গাতেই নিয়ে আসা হচ্ছে সুস্মিতার নতুন ধারাবাহিক।
অন্যদিকে, ঠিক একই টাইম স্লটে জি বাংলায় সম্প্রচারিত হয় ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। এই ধারাবাহিকের টিআরপি বেশ ভাল, সবসময়েই থাকে সেরা ৩-এর মধ্যে। আর তাই, সুস্মিতার ধারাবাহিকের সামনে শুরুর আগে থেকেই একটা বড় চ্যালেঞ্জ হতে পারে এই ধারাবাহিকটি। তবে গত ২টো ধারাবাহিক ভাল ফল না করলেও, নতুন ধারাবাহিক নিয়ে আশাবাদী সুস্মিতা। তবে কোন ধারাবাহিক শেষ হাসি হাসবে, সেই উত্তর দেবে টিআরপির তালিকাই।
আরও পড়ুন: Raj-Subhasree: বয়স মাত্র ৪ দিন, অভিনেতা-প্রযোজকের থেকে নায়িকা হওয়ার অফার এল শুভশ্রী-কন্যার!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।