সন্দীপ সরকার, কলকাতা: ঘূর্ণিঝড় মিগজ়াউমের (Cyclone Michaung) দাপটে লণ্ডভণ্ড দক্ষিণ ভারত। আপদকালীন পরিস্থিতিতে দুদিনের ছুটি ঘোষণা করে দিয়েছে তামিলনাড়ু (Tamilnadu)। রেশ পড়েছে অন্ধ্র প্রদেশেও। একের পর এক বিমান ও ট্রেন বাতিল হচ্ছে। বিজয়ওয়াড়ায় টেবিল টেনিস টুর্নামেন্টে খেলতে গিয়ে বিপাকে বাংলার প্যাডলাররা।


অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় চলছে ন্যাশনাল ব়্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ (NATIONAL RANKING TABLE TENNIS CHAMPIONSHIPS-2023)। ২৯ নভেম্বর শুরু হয়েছে টুর্নামেন্ট। শেষ হওয়ার কথা ৫ ডিসেম্বর, মঙ্গলবার। কিন্তু প্রকৃতির রুদ্ররোষে সমস্যায় প্যাডলারেরা। সকলের চিন্তা বাড়িয়েছে পরের টুর্নামেন্টের সূচিও। হরিয়ানার পঞ্চকুলায় ৮ ডিসেম্বর থেকে শুরু হবে পরের ন্যাশনাল ব়্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। বিজয়ওয়াড়া থেকেই হরিয়ানা যাওয়ার কথা সমস্ত টিটি খেলোয়াড়দের। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে সব পরিকল্পনাই বিশ বাঁও জলে।


বিজয়ওয়াড়ায় ছাত্র-ছাত্রীদের নিয়ে গিয়েছেন বাংলার টিটি কোচ দম্পতি সৌম্যদীপ রায় ও পৌলমী ঘটক। কিন্তু মিগজ়াউমের জন্য আতঙ্কিত হয়ে রয়েছেন সকলে। বিজয়ওয়াড়া থেকে মোবাইল ফোনে পৌলমী বলছিলেন, 'অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১১ বিভাগের খেলা চলছে। এদিকে বাইরে প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে। একের পর এক বিমান ও ট্রেন বাতিল করা হচ্ছে। বাচ্চারা ও তাদের অভিভাবকেরা বেশ উদ্বেগে রয়েছে।'


কিন্তু এই পরিস্থিতিতে বিজয়ওয়াড়া থেকে ৮ ডিসেম্বরের আগে বিভিন্ন রাজ্যের প্যাডলাররা পঞ্চকুলায় পৌঁছবেন কী করে? তাহলে কি হরিয়ানার টুর্নামেন্ট পিছিয়ে যাচ্ছে? এবিপি লাইভ বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল জাতীয় টিটি সংস্থার সচিব কমলেশ মেহতার সঙ্গে। তিনি বললেন, 'আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। ৮ ডিসেম্বর থেকেই হবে পঞ্চকুলার টুর্নামেন্ট।' কিন্তু খেলোয়াড়েরা বিজয়ওয়াড়া থেকে পঞ্চকুলায় পৌঁছবে কীভাবে? কমলেশ বলছেন, 'আমরা বিজয়ওয়াড়ার টুর্নামেন্টের সূচিতে কিছু বদল এনেছি। কিছু ম্যাচ এগিয়ে আনা হয়েছে।'


পৌলমীও জানালেন যে, ৫ ডিসেম্বরের অনেক ম্যাচ সূচি বদলে ৪ ডিসেম্বর, সোমবারই আয়োজিত হচ্ছে। যদিও সর্বভারতীয় টিটি সংস্থার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। বলা হচ্ছে, এভাবে একদিনে বেশি ম্যাচ খেলানো হলে প্যাডলারদের পারফরম্যান্সে প্রভাব পড়বে না তো? একদিনে বেশি ম্যাচ খেলতে গিয়ে প্যাডলারদের ক্লান্ত হয়ে পড়ার আশঙ্কাও দেখছেন কেউ কেউ। বাংলার টিটি কর্তাদের কারও কারও ভয়, দ্রুত টুর্নামেন্ট শেষ করতে গিয়ে এরকম না হয় যে, সোমবার কোনও ম্যাচের অর্ধেক গেম খেলিয়ে বাকিটা করা হচ্ছে মঙ্গলবার। তাতে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা অনেকের।


কমলেশ শুধু বলছেন, 'পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেব আমরা।' বাংলার প্যাডলার ও তাদের কোচ, অভিভাবকেরা আপাতত বিজয়ওয়াড়ায় উদ্বেগের প্রহর গুনছেন।


আরও পড়ুন: Vijay Hazare Trophy: বিরাট জয়ের পরেও গ্রুপ শীর্ষে থাকা নিয়ে সংশয়, পাঞ্জাব ম্যাচের অঙ্ক কষা শুরু বাংলার



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।