সমীরণ পাল, ঠাকুরনগর: শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদে মতুয়াবাড়িতে উত্তেজনা। মতুয়াবাড়িতে জমায়েতের ডাক মমতা ঠাকুরের। শান্তনু ঠাকুরের উদ্দেশে বিক্ষোভ ঠাকুরনগরের মতুয়াবাড়িতে। মতুয়াবাড়িতে বিক্ষোভ ঘিরে ধস্তাধস্তি, উত্তেজনা। '৫০ লক্ষ রোহিঙ্গা তাড়াতে গিয়ে ১ লক্ষ মতুয়া বাদ গেলে আপত্তি নেই', শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মতুয়াদের একাংশের। বিক্ষোভের সময় বাড়িতে ছিলেন না শান্তনু ঠাকুর।
SIR আবহে খসড়া ভোটার তালিকায় নাম না ওঠায় যখন দুশ্চিন্তায় মতুয়া সম্প্রদায়ের একাংশ, তখন এমনই কথা শোনা গেল শান্তনু ঠাকুরের গলায়। যা নিয়ে তীব্র সমালোচনায় সরব হয়েছে তৃণমূল।
মতুয়াদের নাগরিকত্ব পাইয়ে দিতে প্রথম থেকেই CAA-কে হাতিয়ার করে আসছে বিজেপি। এমনকী বিভিন্ন জায়গায় CAA ক্যাম্পও করছে তারা। কিন্তু, SIR আবহে খসড়া ভোটার তালিকায় নাম না ওঠায় যখন দুশ্চিন্তায় মতুয়া সম্প্রদায়ের একাংশ, তখন কার্যত উল্টো সুর শোনা গেল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মুখে। তিনি বলেছেন, '৫০ লক্ষ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে এক লাখ যদি আমাদের সমাজের মানুষকে যদি একটু স্টপ থাকতে হয়? ভোট দেওয়া থেকে বিরত থাকতে হয় তাহলে কোনটা লাভ?'
এদিকে, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের তৃণমূল সাংসদ ও সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর বলেন, মতুয়াদের আজকে বিভ্রান্তির ভিতরে মতুয়াদের ভোট কাটার পরিকল্পনা ও করে নিয়েছে যে, CAA-তে আবেদন করেনি, রোহিঙ্গা, মুসলমানের কথা বলে আজকে মতুয়াদের ডিটেনশন ক্য়াম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। শান্তনু ঠাকুর ভোটে জিতে মতুয়াদের বিভ্রান্তির ভিতরে ফেলে তার ভোট কাটার জন্য মুসলমান এবং রোহিঙ্গার কথা বলে আজকে তাদের ভোট কেটে দিচ্ছে।
যদিও, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্য়ান্ডলে লিখেছিলেন, 'আমি প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে আমরা সর্বদা তাঁদের পাশে থাকব। তাঁরা তৃণমূল কংগ্রেসের দয়ার উপর নির্ভরশীল নয়। আমাদের সরকার যে CAA এনেছে, তাতে মতুয়াদের সসম্মানে ভারতে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নেওয়ার পর মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের জন্য আরও অনেক কিছু করবে'।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। কিন্তু, সেই ভোটের লাইনে কি আদৌ দাঁড়াতে পারবেন? সেই চিন্তাই এখন কুরেকুরে খাচ্ছে মতুয়া সম্প্রদায়ভুক্তদের অনেককে।