পুরুলিয়া: বছরের প্রথম দিন পর্যটকদের ঢল নামলো জয়চণ্ডী পাহাড় পর্যটন কেন্দ্রে। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী রাজ্য থেকে হাজার হাজার পর্যটকরা এসে পৌঁছে গিয়েছেন পুরুলিয়াতে। আজই জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের শেষ দিন একদিকে নতুন বছরের প্রথম দিন অন্যদিকে পর্যটন উৎসবের শেষ দিন এই দুই মিলিয়ে গোটা পাহাড় ঘিরে উপছে পড়া পর্যটকদের ভিড়। তবে পর্যটকদের অতিরিক্ত ভিড় ঘোরাফেরায় কিছুটা বাধ সেধেছে। এতটাই ভিড় বেড়েছে যে অনেকে পাহাড়ের উপরে উঠতে পারছেন না। তাই মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে অনেককেই।


রাজ্যজুড়ে উৎসবের মেজাজ: বাঁকুড়ার (Bankura) জয়রামবাটি শ্রী সারদা মায়ের জন্মস্থান। নতুন বছরের প্রথম দিন মায়ের মন্দিরে পুজো দেন ভক্তরা। মঙ্গলকামনায় মাতৃ মন্দিরের গর্ভগৃহে প্রার্থনায় অংশ নেন পুণ্যার্থীরা।


শুধু জয়রামবাটিই নয়, রাজ্যের বিভিন্ন মন্দির থেকে দর্শনীয় স্থান, সব জায়গাতেই বছরের প্রথম দিন উপচে পড়া ভিড়। কল্পতরু উৎসব উপলক্ষ্যে সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত সমাগম। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, ‘তোমাদের চৈতন্য হোক’। এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। নতুন বছর যাতে মঙ্গলময় হয়, সে জন্য বছরের প্রথম দিনে ভক্তরা এসেছেন পুজো দিতে। কাশীপুর উদ্য়ানবাটির তরফে জানানো হয়েছে, তিনদিন ধরে কল্পতরু উৎসব চলবে। কাশীপুর উদ্যানবাটির মতো দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও সকাল থেকে পুণ্যার্থীদের ভিড়। মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়েছে। এরপর রীতি মেনে মায়ের পুজো হবে। বছরের প্রথম দিন মায়ের দর্শন পাওয়ার আশায় ভোর থেকে লাইন দিয়েছেন ভক্তরা।                            


নতুন বছরের প্রথম দিনে বেলুড় মঠেও ভক্তদের ভিড়। চারদিকে পিকনিকের মেজাজ। একদিকে, রামকৃষ্ণ-বিবেকানন্দ-শ্রী সারদা মাকে দর্শন, এরপর ভোগ খেয়ে, উৎসবের মেজাজে কাটানো বাকি দিনটা। নতুন বছরে প্রথম দিনে তারাপীঠে উপচে পড়া ভিড়। সারা বছর ভালো ভাবে কাটুক, এই কামনায় বছরে তারা মায়ের কাছে পুজো দিচ্ছেন ভক্তরা। পুজোর ডালা নিয়ে লম্বা লাইনে অপেক্ষা করছেন পুণ্যার্থীরা। ভোরে মায়ের মঙ্গলারতি দিয়ে বছরের প্রথম দিনে তারাপীঠে পুজো শুরু হয়েছে।


পুরীর মন্দিরে নয়া নিয়ম: এদিকে, ভক্তদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) দরজা খুলে যাবে রাত ১টায়। নতুন বছরের প্রথম দিন ভক্তদের ভিড় সামলাতে সিদ্ধান্ত জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের। রবিবার মন্দিরের আচার ও রীতি সম্পূর্ণ করা হয়েছে রাত ১১টায়। ২ ঘণ্টা পর রাত ১টায় ফের খুলবে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা, জানালেন পুরীর জেলাশাসক। ১ জানুয়ারি লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ মন্দিরে। তাঁদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের।