মুম্বই: ২০২৩ শেষ হয়ে গিয়েছে। এবার নতুন বছর শুরু। গত বছর বেশ কিছু ওয়েব সিরিজ সাড়া ফেলেছিল ওটিটির দুনিয়ায় (OTT 2024)। বলিউডের রুপোলি পর্দার তারকাদের অনেকেই ওটিটির দুনিয়ায় ডেবিউ করেছিলেন আগের বছর। তবে এবছরও চমক বাকি আছে। অপেক্ষা করছে বেশ কিছু ওয়েব সিরিজের মুক্তি। সেখানে কোনওটায় স্ক্রিন জমাবেন সিদ্ধার্থ মলহোত্রা, কোনওটায় মনোজ বাজপেয়ী একাই একশো আবার কোনওটায় দর্শকমনে ঝড় তুলবে রবিনা ট্যান্ডনের জাদু। চলুন দেখে নেওয়া যাক ওটিটির দুনিয়ায় কোন কোন সিরিজ সাড়া ফেলতে চলেছে এই বছর।


ইন্ডিয়ান পুলিশ ফোর্স


রোহিত শেট্টির পরিচালনায় এই প্রথম অভিনয় করতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্রা। সাত সাতটি অ্যাকশন-প্যাকড পর্বের সমাহারে ওটিটির দুনিয়া কাঁপাতে আসছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স (Indian Police Force)। এই সিরিজে সিদ্ধার্থ মলহোত্রার (Siddharth Malhotra) পাশাপাশি দেখা যাবে শিল্পা শেট্টি, বিবেক ওবেরয়কেও। এছাড়াও অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা তিওয়ারি, নিকিতীন ধীর, ঋতুরাজ সিং, মুকেশ ঋষি এবং ললিত পারিমো প্রমুখ। আগামী ১৯ জানুয়ারি আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে ইন্ডিয়ান পুলিশ ফোর্স।


কিলার সুপ


মনোজ বাজপেয়ী ফের একবার ওটিটির দুনিয়ায় সাড়া ফেলতে চলেছেন। আসছে মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) অভিনীত নতুন ওয়েব সিরিজ কিলার সুপ (Killer Soup)। ওয়েই সিরিজে মনোজের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বাঙালি অভিনেত্রী কঙ্কনা সেনশর্মাকেও। অভিষেক চৌবের পরিচালনায় নেটফ্লিক্সেই মুক্তি পাবে এই সিরিজটি। ছবিতে দেখা যাবে স্বাতী শেট্টি নামের এক অপেশাদার রাঁধুনি তাঁর স্বামী প্রভাকরকে ছেড়ে দিতে চান। প্রেমিক উমেশকে ছেড়ে তাঁর সঙ্গে আর থাকতে চান না স্বাতী। আর এই জন্য তিনি এক ষড়যন্ত্র করেন, কিন্তু সেই পরিকল্পনা পুরোটাই বানচাল হয়ে যায় স্থানীয় এক ইনস্পেক্টরের তত্ত্বাবধানে।


কর্মা কলিং


রুচি নারায়ণের পরিচালনায় আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ 'কর্মা কলিং'(Karmaa Calling)  আর এখানেই ঝড় তুলবেন বলিউডের ডিভা রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। আলিবাগের মহারানি ইন্দ্রাণী কোঠারির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ঐশ্বর্য, ধনদৌলত, প্রতারণা আর বিশ্বাসঘাতকতার রোমাঞ্চকর কাহিনিতে ভরা এই সিরিজ। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই সিরিজটি।


দ্য লেজেন্ড অফ হনুমান থ্রি


আগামী ১২ জানুয়ারি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ফ্রাঞ্চাইজির তৃতীয় সিরিজ। এখানে রাবণের চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা শরদ কেলকার। ঐতিহ্যবাহী রামায়ণের গল্পই বলবে এই দ্য লেজেন্ড অফ হনুমান থ্রি (The Legend of Hanuman 3)। বলাই বাহুল্য এটি একটি গ্রাফিক মুভি। অর্থাৎ অ্যানিমেশনের মজা নিতে আগ্রহীদের জন্য এটি বিঞ্জ তালিকায় যোগ করা যেতেই পারে।


ফুল মি ওয়ান্স


শুধু বলিউড সিরিজ নয়, ওটিটির দুনিয়া কাঁপাবে 'ফুল মি ওয়ান্স'-এর (Fool Me Once) মত আমেরিকান সিরিজও। আটটি পর্বে বিন্যস্ত এই সিরিজের কাহিনি। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত হার্লান কোবেনের একটি উপন্যাস অবলম্বনেই তৈরি হয়েছে এই ছবি। এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে মিশেল কিগান, রিচার্ড আর্মিটেজের মত অভিনেতাদের।


আরও পড়ুন: Year Ender 2023 Tollywood: অভিনয়, গল্প বলার মুন্সিয়ানা, ২০২৩-এ টলিউডে সেরার তালিকায় রইল কোন কোন ছবি?