টোকিও: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান (Japan Earthquake), রিখটার স্কেলে (Richter Scale) কম্পনের মাত্রা ৭.৬। ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামির আশঙ্কা (Tsunami Warning)। জাপানের পশ্চিম উপকূলে ভয়াবহ সুনামির আশঙ্কা। ৫ মিটার উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

জাপানে ভূমিকম্প, ভয়াবহ সুনামির আশঙ্কা

নববর্ষের প্রথম দিনেই তীব্র ভূমিকম্পে কাঁপল জাপান। ভূমিকম্পের পরেই জাপান জুড়ে সুনামির সতর্কতা জারি হয়েছে। সুনামির আশঙ্কায় ইতিমধ্য়েই খালি করে দেওয়া হয়েছে পশ্চিম উপকূল। ভূমিকম্পের এপিসেন্টারের ৩০০ কিমি ব্যাসার্ধের মধ্যেই সুনামির আশঙ্কা সবথেকে বেশি। 

জাপানের স্থানীয় সংবাদ সংস্থা এনএইচকে জানিয়েছে, ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা সিটির উপকূলে ১ মিটারের বেশি উঁচু ঢেউ আঘাত হানে। হোকুরিকু ইলেকট্রিক পাওয়ারের তরফে বলা হয়েছে যে তারা তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনও অনিয়ম আছে কিনা তা পরীক্ষা করছে।

 

এই প্রথম নয়, মাত্র দিন চারেক আগেই জাপানে পর পর তীব্র কম্পন অনুভূত হয়। গত বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব উপকূলের কুরলি দ্বীপপুঞ্জ এলাকায় পর পর দু'বার তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫ এবং ৫.০। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে-র (USGS) তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে প্রথম বার তীব্র কম্পন অনুভূত হয়।  প্রথমে ৬.৫ তীব্রতায় কেঁপে ওঠে ওই এলাকা। তার পর, দুপুর ৩টে বেজে ৭ মিনিটে আবারও কেঁপে ওঠে মাটি। সেই সময় রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.০। 

আরও পড়ুন: Government At Your Doorstep:জানেন কি পশ্চিমবঙ্গ ছাড়া এই রাজ্যগুলিতেও চালু রয়েছে 'দুয়ারে সরকার'-জাতীয় উদ্যোগ?

২০২৩ সালে বছরভরই কম্পন অনুভূত হয়েছে জাপানে। গত ডিসেম্বর মাসের শুরুতেও সেখানে ভূমিকম্প হয়। সেবার রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৫। ফিলিপিন্সের দক্ষিণের মিনদানাওয়ে ভূমিকম্প হয়, তার জেরে কেঁপে ওঠে জাপানও। তার আগে, মে মাসেও ৬.৫ তীব্রতায় কেঁপে ওঠে জাপানের পশ্চিমের ইশিকাওয়া এলাকা। তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আহত হন বহু মানুষজন। ফেব্রুয়ারি, মার্চ এবং অগাস্ট মাসেও ভূমিকম্প হয়েছে জাপানে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।