কলকাতা: 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চের আগে নাটকীয় মোড়। হোটেলে ট্রেলার দেখাতে বাধা, অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর। পরিচালকের তরফে দাবি, 'সত্যজিৎ রায়ের রাজ্যে সিনেমার ট্রেলার লঞ্চে বাধা দেওয়া হচ্ছে। চলতে চলতে থামিয়ে দেওয়া হয়েছে ট্রেলার। কিছু সমস্যা আছে, জানান হোটেলের আধিকারিক। কী সমস্যা, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এত বড় সেটআপ লাগানো হয়েছে, বিপুল খরচ হয়েছে'। এদিকে হোটেলে পৌঁছেছে কলকাতা পুলিশের টিম। এমনকী দ্বিতীয়বার ট্রেলার দেখানোর সময় কলকাতা পুলিশ এসে ল্যাপটপ নিয়ে নেয় বলেও জানা গিয়েছে।
'সত্যজিত রায়ের রাজ্যে ছবির ট্রেলার দেখাতে বাধা। চরম অরাজকতা চলছে, তার কেটে দেওয়া হয়েছে, কোনও কারণ ছাড়াই এটা করা হল। এটা একনায়কতন্ত্র ছাড়া কী? কোনও নিয়ম শৃঙ্খলা নেই। আর এখানে এত পুলিশ কেন? আমরা কী চোর-ডাকাত? অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর।
কেউ বাধা দেয়নি, আমাদের কিছু করণীয় নেই, দাবি হোটেল কর্মীর। কথা বলতে এসেছিলাম, বাধা দিইনি, মন্তব্য হোটেল কর্মীর। এদিকে হোটেল কর্তৃপক্ষ এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি এবিষয়ে। আগামী ৫ সেপ্টেম্বর বেঙ্গল ফাইলসের মুক্তি। আজ সেই সিনেমার ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। সেখানেই বড় অভিযোগ উঠল। এর আগেও ট্রেলার লঞ্চে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বাধা সত্ত্বেও, আজই হবে ট্রেলার লঞ্চ, দাবি করেছিলেন পরিচালক।
পুলিশের তরফে বলা হয়েছে, কোনও অফিশিয়াল অভিযোগ এখনও জমা পড়েনি। কিছু তথ্য পেয়ে পুলিশ এখানে এসেছে। যা বলার তা উচ্চ পদস্থ আধিকারিকরা জানাবেন বলেই বলা হয়েছে।
এদিকে পাল্টা তোপ দেগেছেন দেবাংশু ভট্টাচার্য। এ বিষয়ে কোনও হল যদি এমন কনটেন্ট দেখাতে না চায়, তাহলে সেটা সেই হলের সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস সেই হলকে, ট্রেলার না দেখাতে বলেছে, এমন অভিযোগের প্রমাণ দিন পরিচালক, পাল্টা দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর।
এদিকে, 'দ্য বেঙ্গল ফাইলস' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও নির্মাতা পল্লবী যোশী ও অভিষেক শর্মার বিরুদ্ধে লেকটাউন থানায় অভিযোগ দায়ের হয়েছিল ৷ ওই এফআইআরের খারিজের দাবিতে মামলা হয় কলকাতা হাইকোর্ট ৷ তার উপর সোমবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত আগামী ২৬ অগস্ট পর্যন্ত এফআইআরের উপর স্থগিতাদেশ জারি করেছেন। আগামী ১৯ অগস্ট মামলার পরবর্তী শুনানি।