কলকাতা: ফের অপেক্ষা টেট (TET) নিয়ে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেপ্টেম্বরের মধ্যে টেট নিতে পারছে না রাজ্য। শুক্রবার অ্যাডহক কমিটির প্রথম বৈঠকের পর জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। 


কী জানানো হয়েছে:
এদিন বৈঠকের পর জানানো হয়েছে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া যাবে না। এই ব্যাপারে আইনি পরামর্শ নেবে পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, পুজোর পরে হতে পারে বিজ্ঞপ্তি।


প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, 'অ্যাডহক কমিটির মিটিংয়ে যেগুলি আমাদের প্রায়োরিটি লিস্টে রয়েছে যেমন টেট, নিয়োগ নিয়ে প্রাথমিক ভাবে আলোচনা করেছি। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছেন সেপ্টেম্বরের মধ্যে টেটে নিতে হবে। সেপ্টেম্বরের মধ্যে করতে পারছি না। আইনি পরামর্শ নিতে হবে। তারপরে শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করব। তারপর টেট কবে নেওয়া যাবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দরকার হলে আবার অ্যাডহক কমিটির মিটিং হবে। নিয়োগ নিয়ে পুজোর আগেই পদ্ধতি শুরু করে দিচ্ছি। পুজোর আগে না হলেও পুজোর পরে বিজ্ঞপ্তি দেওয়ার পরিস্থিতিতে পৌঁছব।' 


এদিনই নির্দেশ:
এদিনই সিআরপিএফ প্রত্যাহার করে, স্কুল সার্ভিস কমিশনের হাতে ডেটা রুমের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৮ মে এসএসসির ডেটা রুম থেকে তথ্য লোপাটের আশঙ্কায় আদালতে যান মামলাকারীরা। তারই ভিত্তিতে এসএসসির দফতরে সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দেয় আদালত। তার মাস তিনেক পরে ডেটা রুমের চাবি এসএসসি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে সিবিআইকে নির্দেশ দিল হাইকোর্ট। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুমের বাইরে থেকে সিআরপিএফ প্রত্যাহার করতে হবে। সমস্ত নিয়ম মেনে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ডেটা রুম হস্তান্তর করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 


এর আগে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। সেদিনই এসএসসির ডেটা রুমের তথ্য লোপাটের আশঙ্কায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা। প্রধান বিচারপতি অনুমতি দিলে, ১৮ মে রাত ১১টায় নিজের চেম্বারে শুনানি করেন তিনি। বেনজির সেই শুনানির পরে মধ্যরাত থেকে এসএসসি দফতরে সিআরপিএফ দিয়ে নিরাপত্তার নির্দেশ দেন বিচারপতি। হাইকোর্টের নির্দেশের পরে ১৮ মে রাতেই এসএসসি দফতরে মোতায়েন হয় সিআরপিএফ। সেই থেকে কমিশনের ডেটা রুম ছিল কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। 


ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ কমিটির রিপোর্টের ছত্রে ছত্রে প্রশ্ন তোলা হয়েছে এসএসসির ভূমিকায়। নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জেলে রয়েছেন উপদেষ্টামণ্ডলীর আহ্বায়ক এসপি সিন্হা ও সদস্য অশোক সাহাও। এই প্রেক্ষাপটেই ডেটা রুমের নিয়য়ন্ত্রণ স্কুল সার্ভিস কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট।


আরও পড়ুন: রং না দেখে ব্যবস্থা নিক CBI ও ED, বামেদের CGO অভিযানের সভা থেকে দাবি সেলিমের