সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেন, কাঁথি: কাঁথি পুরভোটের সিসিটিভি ফুটেজের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১০দিনের মধ্যে দিল্লিতে ফুটেজ পাঠানোর নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনকে। কেন্দ্রীয় ফরেন্সিককে কাঁথি পুরভোটের সিসি ফুটেজ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, ৬ সপ্তাহের মধ্যে ফুটেজ পরীক্ষা করে রিপোর্ট দিতে হবে আদালতে। কোন ফুটেজ কোন বুথের, চিহ্নিত করে দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।


কাঁথি পুরসভায় অবাধে ছাপ্পা ভোটের অভিযোগে মামলা দায়ের করে শুভেন্দু অধিকারির ভাই। বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারীর করা মামলার শুনানিতেই এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, পরীক্ষার পর ফুটেজ আবার রাজ্য নির্বাচন কমিশনকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কোনও বুথে রিগিং, ভুয়ো ভোট হয়েছে কিনা পরীক্ষা করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। 


কাঁথি পুরভোটের CC ক্যামেরার ফুটেজের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফুটেজ পরীক্ষা করবে দিল্লির Central Forensic Science Laboratory। যে কটি বুথে সিসি ক্যামেরা ছিল, প্রত্যেকটি বুথের ফুটেজ পরীক্ষা করা হবে। ৬ সপ্তাহের মধ্যে ফুটেজ পরীক্ষা করে রিপোর্ট জমা দিতে হবে। 


কাঁথি পুরসভা নির্বাচনে অবাধে ছাপ্পা ভোটের অভিযোগে শুভেন্দু অধিকারীর ভাই ও প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর করা মামলায় বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রায় ৪ দশক পর কাঁথিতে বদলেছে ক্ষমতার ভরকেন্দ্র।


কাঁথি পুরসভার রাশ হাতছাড়া হয়েছে অধিকারী পরিবারের। এই পরিস্থিতিতে, কাঁথি পুরভোটে ছাপ্পা, রিগিং ও ভুয়ো ভোটের অভিযোগে নির্বাচন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা করেন শিশির অধিকারীর ছেলে সৌমেন্দু অধিকারী। সেই মামলাতেই CC টিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 


নির্দেশে আরও বলা হয়েছে, ১০ দিনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে দিল্লিতে ফুটেজ পাঠাতে হবে। কোন ফুটেজ কোন বুথের, চিহ্নিত করে দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কোনও বুথে রিগিং, ভুয়ো ভোট হয়েছে কিনা পরীক্ষা করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পরীক্ষার পর ফুটেজ আবার রাজ্য নির্বাচন কমিশনকে ফেরত দিতে হবে। 


২১ ওয়ার্ড বিশিষ্ট কাঁথি পুরসভায় এবার তৃণমূলের দখলে রয়েছে ১৭টি। বিজেপি ৩টি ওয়ার্ডে জয়ী হয়েছে। ১টি আসনে জয়ী হয়েছে নির্দল। হাইকোর্ট তার নির্দেশে আরও বলেছে, তদন্তের স্বার্থে রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে অন্য কোনও নথি প্রয়োজন হলে চাইতে পারবে  Central Forensic Science Laboratory প্রয়োজনে যে কোনও নিরপেক্ষ সংস্থার সাহায্য নেওয়া যাবে।  যদিও, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে।