নয়া দিল্লি : প্রতীক্ষার অবসান। দেশের সবথেকে বড় বিমা সংস্থা এলআইসি-র আইপিও-র প্রাইস ব্যান্ড নির্ধারিত হল শেয়ারপিছু ৯০২-৯৪৯ টাকায়। এক্ষেত্রে পলিসি হোল্ডারটের জন্য ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ৬০ টাকা এবং রিটেল বিনিয়োগকারী ও এমপ্লয়িদের জন্য ছাড়ের পরিমাণ ৪৫ টাকা। সরকারির সূত্রের এমনই খবর। অ্যাঙ্কার ইনভেস্টরদের জন্য ২ মে খুলছে LIC IPO। এছাড়া ৪ ও ৯ মে বিনিয়োগকারীদের জন্য খুলবে বলে খবর সূত্রের।


শনিবার, আইপিও ইস্যু সাইজ ৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৩ শতাংশের প্রস্তাবে অনুমোদন দেয় LIC বোর্ড। এই পরিস্থিতিতে সরকার LIC-তে নিজেদের স্টেকের ৩.৫ শতাংশ বিক্রি করে দেবে বলে মনে করা হচ্ছে। যার আর্থিক পরিমাণ দাঁড়াবে ২১ হাজার কোটি টাকা। সরকারি সূত্রের আরও খবর, স্টেক অফার সাড়ে ৩ শতাংশ থেকে ৫ শতাংশ বাড়ানোর অপশন রয়েছে। যার জেরে রাষ্ট্র কোষাগারের ইক্যুইটি বিক্রি থেকে ৩০ হাজার কোটি টাকা লাভ করবে।


আরও পড়ুন ; যুদ্ধের প্রভাব এলআইসিতে, পিছিয়ে দিতে হচ্ছে এই বড় পরিকল্পনাও


প্রকৃতপক্ষে, ২০২১ সালে Paytm-এর আইপিও থেকে সংগৃহীত ২১ হাজার কোটি টাকার পাবলিক ইস্যুর সাইজের থেকে বেশি হবে। যা ছিল সর্বকালীন বেশি। ১৮,৩০০ কোটি টাকা। এর পিছনেই রয়েছে কোল ইন্ডিয়ার (২০১০ সালে) ১৫,৫০০ কোটি টাকা এবং রিল্যায়েন্স পাওয়ারের (২০০৮ সাল) ১১,৭০০ কোটি টাকা।   


LIC IPO : দিনকয়েক আগে অর্থনীতিবিদরা বলেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বিশ্বের অর্থনীতি। এরকম একটা সময়ে দেশের বাজারে বিশাল প্রত্যাশা নিয়ে আসতে চলেছে LIC IPO। বিশ্ববাজারে ইতিমধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়ানক প্রভাব পড়েছে। যার সাক্ষী থেকেছে সেনসেক্স, নিফটি।


এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে নির্মলা সীতারমন বলেছিলেন, " আমি যথা সময়ে আইপিও আনার পক্ষপাতী। সেই অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে। যদিও এখন বিশ্বের পরিস্থিতির কথা বিবেচনা করেই এই বিষয়ে নিশ্চিত হতে হবে।''