কলকাতা: 'কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তুলে নিয়ে যাচ্ছে। ১০০ দিনের কাজে কেন্দ্র টাকা দিচ্ছে না' টাউন হলে ডব্লুবিসিএসদের বার্ষিক সভায় মোদি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার কলকাতা টাউন হলে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) জোড়া কর্মসূচিতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


টাউন হলের দ্বারোদ্ঘাটন: এ দিন প্রথমে নবরূপে সজ্জিত টাউন হলের (Town Hall) দ্বারোদ্ঘাটন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর যোগ দেন ডব্লিউবিসিএস অফিসার (WBCS Officer) অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায়। সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ডব্লিউবিসিএস অফিসারদের (WBCS Officer) সমস্যা, অভাব-অভিযোগ শোনার পাশাপাশি, কোন ক্ষেত্রে কীভাবে কাজ করতে হবে, তার দিকনির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়


‘আমলারাই সরকারের আসল মুখ': উব্লিউবিসিএস অফিসারদের প্রসঙ্গে এদিন তিনি  বলেন, ‘আমলারাই সরকারের আসল মুখ। ৩ জন জেলাশাসক খুব ভাল কাজ করছেন। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমের ডিএম ভাল কাজ করছেন। আগামীদিনে জেলা বাড়লে বাড়তি অফিসার লাগবে। সবাই করোনার বিরুদ্ধে যে ভাবে লড়াই করেছেন, তাতে আমরা কৃতজ্ঞ। করোনাকালে ৪ জন ডব্লুবিসিএস আধিকারিককে আমরা হারিয়েছি।


আরও পড়ুন: Dilip Ghosh News; 'আলু রোজ খায় সবাই, পেট্রোল তো খায় না' আলুর দামবৃদ্ধি প্রসঙ্গে তৃণমূলকে নিশানা দিলীপের


কেন্দ্রের বিরুদ্ধে সুর: তবে এদিন ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়িয়ে মুখ্য়মন্ত্রীর মন্তব্য, 'দুয়ারে সরকার, পাড়ায় সমাধান থেকে কন্যাশ্রী, ১০০ দিনের কাজ। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তুলে নিয়ে যাচ্ছে। ১০০ দিনের কাজে কেন্দ্র টাকা দিচ্ছে না। রাজ্যের যে কোনও সমস্যা আমরা সমাধান করতে পারি।'


আমলাদের উদ্দেশে মমতা এদিন বলেন, 'আমলারা পদে বসে থাকেন সমস্যার সমাধান করার জন্য। রাজ্য সরকার অফিসারদের ভাল কাজে স্বীকৃতি দিয়েছে। খুব দ্রুত পদোন্নতির সুযোগ তৈরি করা হয়েছে। আগে ডেপুটি সেক্রেটারি হতে ১৬ বছর লাগত, এখন ৮ বছর লাগে।’


রাজ্যে সচিবের পদ প্রসঙ্গে মমতা জানান ‘যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবের পদ অনেক বাড়ানো হয়েছে। আইএএস অফিসার প্রয়োজনের তুলনায় রাজ্যে এখনও কম। আইএএস, ডব্লুবিসিএস আধিকারিকদের বিশেষ ভাতায় ফারাক থাকবে না। ডব্লুবিসিএস অফিসারদের প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।'