কলকাতা: 'রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধকে ফের ব্যবহারের অসাধু চক্র চলছে। এই সমস্ত ওষুধের উপর নতুন লেবেল লাগিয়ে, তা বিক্রির জন্য পাঠানো হচ্ছে'। শুক্রবার কার্যত তোলপাড় ফেলল রাজ্যপালের মন্তব্য। কোটি কোটি টাকার চক্র চলছে আপনার আশপাশে, একটি অনুষ্ঠানে গিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর এডিসি-র মাধ্যমে এ সম্পর্কে তিনি একটি ই-মেল পেয়েছেন বলেও দাবি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে যত শীঘ্রই সম্ভব এই নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। অভিযোগ সত্যি হলে দোষীদের ফাঁসি দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 


রাজ্য়-রাজ্যপাল সংঘাত: রাজ্য রাজ্যপাল সংঘাত চলছিলই। ভোটপর্বে যা চূড়ান্ত আকার নিয়েছে। একাধিক ইস্যুতে রাজ্যের অবস্থান নিয়ে সুর চড়িয়েছিলেন রাজ্যপাল। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে রাজ্যও। এবার রাজ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল। এ দিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, 'বেআইনি চক্র চলছে। রাজভবনে আমি একটা ই-মেল পেয়েছি। ই-মেলে বলা হয়েছে, আপনার চারপাশে ওষুধের অবৈধ চক্র চলছে'। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজারে আসছে। অবৈধ চক্র চলছে। এটা যদি সত্যি হয়, তাহলে অভিযুক্তের মৃত্যুদণ্ড হওয়া উচিত'।


ইমেলে কী এসেছে? শুক্রবার, ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফার্মাকিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর ১১তম সমাবর্তনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল। সেখানেই তিনি জানান, রাজভবনে ই-মেল পাঠিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে অভিযোগ জানিয়েছেন একজন। 


রাজ্যপাল সিভি আনন্দ বোস আরও বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ জোগাড় করা হচ্ছে, নতুন করে লেবেল লাগানো হচ্ছে, তারপর তা কলকাতায় পাঠিয়ে দিচ্ছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধের, কোটি কোটি টাকার ব্যবসা চলছে। তারপর নতুন ওষুধ হিসেবে আবার বাজারে ছাড়া হচ্ছে। যদি এই অভিযোগ সত্যি হয়, এই অপরাধের জন্য ফাঁসি হওয়া উচিত।


অনুষ্ঠানের পরও সংবাদমাধ্যমের সামনে অবৈধ ওষুধ কারবার নিয়ে মুখ খোলেন রাজ্যপাল। অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ থেকে শুরু করে পঞ্চায়েত ভোটে সন্ত্রাস।  সম্প্রতি বিভিন্ন ইস্যুতে নবান্নর সঙ্গে রাজভবনের সংঘাত চরম পর্যায় পৌঁছয়। এই প্রেক্ষাপটে এবার অবৈধ ওষুধের কারবারের বিরুদ্ধেও সরব হলেন রাজ্যপাল।


আরও পড়ুন: Sujay Krishna Bhadra : 'কালীঘাটের কাকু'-র বিরুদ্ধে ১২৬ পাতার চার্জশিট ইডি-র !


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial