কলকাতা : কুকুর-গরু-মোষের পাশাপাশি বাড়িতে বিড়ালও (Cat) পোষা হয়। অনেকেই বাড়িতে বিড়াল পোষার শখ রাখেন না। কিন্তু, তাঁদের বাড়িতেও বিড়াল চলে আসে। এ বিষয়টা কি শুভ না অশুভ ?


বিড়াল নিয়ে অনেক মিথ ও অন্ধবিশ্বাসের (Myth) প্রচলন রয়েছে। সাধারণভাবে, মানুষ বিড়ালকে অশুভ বলে মনে করেন। কেউ কেউ বিড়ালকে কালো শক্তির প্রতীক মনে করেন। বিড়ালকে নেতিবাচক শক্তির উৎসও বলা হয়। এমনকী ধর্মীয় শাস্ত্রে (Religion) বাড়িতে বিড়াল আগমনের সাথে জড়িত শুভ ও অশুভ লক্ষণের কথা বলা হয়েছে।


বাড়িতে বিড়াল আসা শুভ না অশুভ ?


যদি আপনার বাড়িতে হঠাৎ কালো বিড়াল চলে আসে, তবে সেটাকে খুবই অশুভ বলে মনে করা হয়। কালো বিড়াল ঘরে আসার সঙ্গে সঙ্গে তার পথ অতিক্রম করা, কালো বিড়াল আপনার সঙ্গে ধাক্কা খেলে বা আপনাকে আক্রমণ করলে তা জীবনে আসন্ন সঙ্কটের ইঙ্গিত দেয়। বাড়িতে একটি কালো বিড়ালের আগমন নেতিবাচক শক্তির উপস্থিতি নির্দেশ করে।


অন্যদিকে, আপনার বাড়িতে যদি হঠাৎ করে একটি সাদা বিড়াল চলে আসে, তবে সেটাকে খুবই শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে, সাদা বিড়াল নিজের সঙ্গে সঙ্গে ভাল খবরও নিয়ে আসে। বাড়িতে এই রঙের বিড়াল এলে নেতিবাচক শক্তি চলে যায়।


বিড়ালের সঙ্গে সম্পর্কিত অন্য শুভ-অশুভ সংকেত-



  • বাড়িতে বিড়ালের বাচ্চা হওয়া- ঘরে বিড়ালের বাচ্চা জন্মালে তা খুবই শুভ সংকেত দেয়। এর অর্থ, খুব শীঘ্রই আপনার ঘরে শুভ-মাঙ্গলিক কাজের আয়োজন হতে চলেছে।

  • বাড়িতে বিড়ালের কান্না- ঘরে বিড়াল কাঁদলে সেটাকে অশুভ বলে মনে করা হয়। যদি কোনও শুভকাজের আগে বিড়ালের কান্না শোনা যায়, তবে সেটাকে অশুভ সংকেত মনে করা হয়। যদি কয়েকদিন লাগাতার বিড়ালের কান্না পান, তবে বুঝবেন তা বড়সড় কোনও বিপদের সংকেত দিচ্ছে।

  • বাড়িতে বিড়ালের মৃত্যু- আপনার বাড়িতে যদি কোনও বিড়ালের মৃত্যু হয়, তবে সেটাকেও অশুভ সংকেত বলে মনে করা হয়। এ ছাড়া বিড়ালকে নিজে মারার মত ভুল করবেন না। যে ব্যক্তি বিড়ালকে হত্যা করে তার জন্য দুর্ভাগ্য নিশ্চিত।

  • বিড়ালের লড়াই- যদি আপনার বাড়িতে বেশ কয়েকটি বিড়াল একে অপরের সঙ্গে লড়াই করে, তবে তা ভাল বলে মনে করা হয় না। এটি পারিবারিক সম্পর্কের মধ্যে দ্বন্দ্বের লক্ষণ দেয়।