কলকাতা: ‘সুব্রত বক্সী (Subrata Baksy)-পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) যে তালিকা দিয়েছেন, সেটাই চূড়ান্ত’ পুরভোটের (Municipality Election) প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি উড়িয়ে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। উল্লেখ্য়, এই একই দিনে সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়েছেন, 'প্রার্থী তালিকা নিয়ে যেখানে সমস্যা ছিল, সেগুলিও ঠিক করে গতকাল পাঠানো হয়েছে। এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়'। পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় ক্ষোভের খবর প্রকাশ্য়ে এসেছে। কোথায় অবস্থান বিক্ষোভ, কোথাও দফায় দফায় মিছিল। সবমিলিয়ে পুরভোটের প্রার্থী তালিকা ঘিরে তরজা অব্যাহত। আর তা নিয়েই আজ মমতা এবং পার্থ মন্তব্য করে বিভ্রান্তি উড়িয়েছেন। 


অন্যদিকে, আগামী ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) প্রথম দফার ভোট। তার আগে বিজেপি বিরোধী শক্তিদের একজোট করতে এবার লড়াইয়ের মঞ্চ জোরদার করতে তৎপর সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে অখিলেশের (Akhilesh Yadav) দূত কিরণময় নন্দের বৈঠক হয় এই আবহেই। আজই সমাজবাদী পার্টির হয়ে লখনউতে প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি চাই অখিলেশ সিংহ যাদব জিতুক, বিজেপি হারুক। 


আর কী কী বললেন মুখ্যমন্ত্রী



  • সমাজবাদী পার্টির জন্য প্রচারে লখনউ যাচ্ছি

  • অখিলেশ সিংহ যাদব উত্তরপ্রদেশে জিতুক, এটা চাই

  • অখিলেশ যে লড়াই করছেন, তাতে সবার পাশে থাকা উচিত

  • উত্তরপ্রদেশ ভোটে তৃণমূল লড়াই না করলেও, প্রচারে যাচ্ছি

  • একসঙ্গে ভোটে লড়াই করলে ভাল হত, কিন্তু ভোট কেটে লাভ নেই

  • জোর করে নতুন বিমানবন্দরের জন্য জমি নেব না

  • বারাণসীতে যাব, সুযোগ পেলে মিটিংও করব

  • সুব্রত বক্সী-পার্থ চট্টোপাধ্যায় যে তালিকা দিয়েছেন, সেটাই চূড়ান্ত

  • প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি উড়িয়ে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী

  • পাঞ্জাব লোকসভা ভোটে তৃণমূল লড়াই করবে

  • এয়ার ইন্ডিয়াকে টাটা সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে

  • আমরা চাই, কারও যেন চাকরি না যায়

  • গোয়ার বিষয়টি আমি দেখছি না