মালদা, করুণাময় সিংহ: পুলিশ পরিচয় দিয়ে টোটো থামিয়ে মহিলা যাত্রীর থেকে সোনার গয়না ছিনতাইয়ের অভিযোগ উঠল মালদার (Malda) ইংরেজবাজারে। সকাল ৯টা নাগাদ টোটোয় চড়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। অভিযোগ, পুলিশ পরিচয়ে রাস্তায় টোটো থামায় কয়েকজন দুষ্কৃতী। সুরক্ষার কথা বলে মহিলার কাছ থেকে সোনার গয়না হাতিয়ে নিয়ে তারা চম্পট দেয়। হতভম্ব মহিলা যাত্রীর বিষয়টি বুঝে উঠতে সময় লেগে যায়। এভাবে দিনের আলোয়, জনবহুল এলাকায় লুঠের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুষকৃতীরা অধরা। গতবছরও ইংরেজবাজার শহরে এমন ঘটনা ঘটে।
মালদা-ফের পুলিশ পরিচয় দিয়ে এক মহিলার কাছ থেকে সোনার অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল আনুমানিক নটা নাগাদ মালদা শহরের কুটটিতলা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ (English Bazar)। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ৬০ বছর বয়সী ওই মহিলার নাম গায়ত্রী সরকার। তিনি মহেশমাটি এলাকাযর বাসিন্দা।
আজ সকালে ওই মহিলা কালীতলা এলাকা থেকে একটি টোটোতে করে নিজের বাড়ি মহেশমাটিls ফিরছিলেন। সেই সময় মোটরবাইকে করে কুটটিটোলা এলাকায় দুই যুবক এসে হাজির হয় এবং টোটো টিকে থামিয়ে মহিলাকে পুলিশ পরিচয় দিয়ে মহিলার হাতের সোনার অলংকার ও গলার অলংকার খুলতে বলে। মহিলা সঙ্গে সঙ্গে সমস্ত কিছু খুলে দেয় নিরাপত্তার জন্য। পরে আরেকজন যুবক ওই দুই যুবকের সঙ্গে যোগ দেয়। এর পর সমস্ত সোনার অলংকার খুলে তিনজন যুবক পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুট্টিটোলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ। শুধু এই ধরনের ঘটনা একবার নয় এর আগে বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে মালদা শহরের বুকে।