সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: থানায় ধর্নায় খোদ পুলিশ কর্মী। নাদিয়াল থানার সামনে ধর্নায় মহিলা SI-এর। ওসি-র বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ মহিলা SI।
সূত্রের খবর, 'ব্যারাকের ঘর নিয়ে ওসি-র সঙ্গে গন্ডগোল। বারবার বলা সত্ত্বেও ব্যারাকের ঘর ছাড়েননি মহিলা SI। সম্প্রতি ছুটিতে গেলে ঘর দখল হয়ে যায় বলে অভিযোগ। নির্দেশ অমান্য করায় মহিলা SI-কে ক্লোজ করা হয়েছে। পরে মহিলা অফিসারকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।
কিছুদিন আগে পার্কস্ট্রিট থানার মধ্যেই, মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে। অভিযুক্ত SI-কে গ্রেফতার করেছিল পুলিশ। পরেঅবশ্য আদালতে তাঁর জামিন মঞ্জুর করা হয় হয়। সাব ইনস্পেক্টরের আইনজীবীর দাবি, পুরোটাই চক্রান্ত। মিথ্য়ে ফাঁসানো হয়েছে তাঁর মক্কেলকে।
সম্প্রতি, পার্কস্ট্রিট থানার ভিতরই মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে সাব ইনস্পেক্টর অভিষেক রায়ের বিরুদ্ধে। শুক্রবার রাত ৯ টায় পার্ক স্ট্রিট থানায় ডিউটি জয়েন করেন অভিযোগকারিণী। সূত্রের খবর, অভিযোগপত্রে তিনি দাবি করেন, রাত ১ টা ১০ মিনিট নাগাদ থানার ৪ তলার রেস্ট রুমে তাঁকে ডেকে পাঠান সাব ইনস্পেক্টর অভিষেক রায়।
পুজোর উপহার হিসাবে সালোয়ার কামিজ দেন। অভিযোগ, এরপরই তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন ওই সাব ইনস্পেক্টর। মহিলা সিভিক ভলান্টিয়ারের, সেই সময় মত্ত এসআই মত্ত ছিলেন। এখানেই শেষ নয়, আরও বিস্ফোরক অভিযোগ করেন মহিলা সিভিক ভলান্টিয়ার। যে পার্ক স্ট্রিট থানাতে তিনি কর্মরত, সেই থানাই তাঁর অভিযোগ নিতে চায়নি বলে দাবি করেন তিনি। এমনকী, ডিউটি অফিসার বিষয়টি মিটমাট করে নিতে বলেন বলেও অভিযোগ।
পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, স্বরাষ্ট্র দফতর, ডিসি সাউথ পার্কস্ট্রিট থানার ওসিকে-ও চিঠি লেখেন অভিযোগকারিণী সিভিক ভলান্টিয়ার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে